Rinku Singh. ( Photo Source: DIBYANGSHU SARKAR/AFP via Getty Images )
ধোনির পরামর্শেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য রিঙ্কু সিংয়ের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে বড় রান হয়ত করতে পারেননি তিনি। কিন্তু তাঁর পারফরম্যান্সে সকলকে মুগ্ধ করেছিলেন এই তরুণ ক্রিকেটার। শেষ বলে ছয় মেরে ম্যাচ শেষ করেছিলেন তিনি। সেই সময়ই কেমন করে অতটা ধীরস্থির এবং ঠান্ডা মেজাজে ছিলেন রিঙ্কু সিং সেই কথাই সকলে জানা জন্য কৌতূহলী হয়ে পড়েছিলেন। ম্যাচ শেষে অবশ্য নিজেই সেই কথা সকলের সামনে এনেছেন এই তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং। এমন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখার এই পরামর্শ পেয়েছেন এমএস ধোনির থেকেই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ রানের ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং। শেষ দুই বলে দুই রান বাকি ছিল। শর্ট রান নিয়ে ম্যাচ শেষ করতে চাইলেও তা হয়নি। অর্শদীপ সিং রান আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন। খানিকটা হলেও চাপ ছিল সেই মুহূর্তে। কিন্তু রিঙ্কু সিংকে দেখে একবারও চাপে রয়েছে বলে মনে হয়নি। বরং ভয়ডরহীন ভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বলে ছয় হাঁকিয়ে ম্যাচ শেষ করেছিলেন এই তরুণ ক্রিকেটার। ম্যাচ শেষ করার পরও তাঁর মধ্যে সেভাবে কোনও উচ্ছ্বাস ছিল না। অত্যন্ত ঠন্ডা মেজাজেই দেখা গিয়েছিল এই রিঙ্কুকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২ রানে অপরাজিত ছিলেন রিঙ্কু সিং
ম্যাচ শেষ হলে এই প্রশ্নই তাঁক কাছে গিয়েছেন। অবশ্য জানাতেও কোনও দ্বিধা করেননি এই তরুণ ক্রিকেটার। বিসিসিআইয়ের ওয়েবসাইটে তিনি জানিয়েছেন, “শেষ কয়েক ওভারে তিনি করেন সেই কথা আমি মাহি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছঠিলেন যে সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মাথা ঠান্ডা রাখা এবং সোজা শট খেলা। সেই পরামর্শই আমি মেনে চলেছি। সেখানেই আমি অত্যন্ত শান্ত থাকার চেষ্টা করি এবং সেভাবেই নিজের শট খেলার চেষ্টা করি”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবের ১১১ রানের পার্টনারশিপ ভারতীয় দলের জয়ের রাস্তাটা প্রস্তুত করে দিয়েছিল। কিন্তুু এই দুই তারকা ক্রিকেটার সাজঘরে ফিরে যাওয়ার পর খানিকটা হলেও চিন্তা বেড়েছিল ভারতীয় শিবিরে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন রিঙ্কু সিং। সেই জায়গা থেকেই নিখুঁতভাবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তাঁর এমন পারফরম্যান্সকেই কুর্ণিশ জানাচ্ছেন সকলে।
রিঙ্কু সিংয়ের এই পারফরম্যান্স যে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। বাকি ম্যাচেও রিঙ্কু সিং এই পারফরম্যান্স ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।
The post ধোনি মন্ত্রেই ফিনিশারের ভূমিকায় সাফল্য রিঙ্কু সিংয়ের appeared first on CricTracker Bengali.










