নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচ, থাকতে চলেছে ১১০০০ সদস্যের নিরাপত্তা বাহিনী

অক্টো. 10, 2023

Spread the love

Narendra Modi Stadium. (Photo by SAM PANTHAKY/AFP via Getty Images)

বুধবার বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। সেই ম্যাচ নিয়ে আলোচনা চললেও, এখন থেকেই সকলের নজর রয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকে। গামী ১৪ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরেই এখন উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। শেষপর্যন্ত ভারতীয় দল জিততে পারবে কিনা তা তো সময়ই বলবে। আর সেই ম্যাচ ঘিরে নিরাপত্তা নিয়ে কোনওরকম খামতি রাখতে চাইছে না গুজরাত প্রশাসন। ভারত বনাম পাকিস্তান ম্যাচের নিরাপত্তার দায়িত্বে ১১ হাজার সদস্যের নিরাপত্তা বাহিনী।

বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে। আর সেই ম্যাচ ঘিরে বিসিসিআই থেকে গুজরাত সকরা যে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই নরেন্দ্র মোদী স্টেডিয়াম ও তার সংলগ্ন জায়গা কার্যত নিরাপত্তার চাদরে মুরে ফেলেতে চলেছে গুজরাত প্রশাসন। মঙ্গলবার গুজরাত সরকার ও প্রশাসনের তরফে সরকারী বিবৃতি জারি করেই এই কথা জানানো হয়েছে।

আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান

এই ম্যাচ যেমন হাই ভোল্টেজ। তেমনই স্পর্ষকাতরও। কোনওরকম সমস্যায়ই যাতে এই ম্যাচ চলাকালীন না হয় সেদিকেই বাড়তি নজররয়েছে গুজরাত সরকারের। কোনওরকম ঝুঁকি নিতেই তারা নারাজ। মঙ্গলবার একটি বৈঠকের পরই এমন আঁটোসাটো নিরাপত্তার কথা জানানো হয়েছে গুজরাত প্রশাসনের তরফে। এদিন গুরুত্বপূর্ণ বৈঠকের পরই কোথায় কত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে তা জানানো হয়েছে।  ১১০০০ সদস্যের নিরাপত্তাবাহিনীর কাঁধেই এবার ভারত বনাম পাকিস্তান ম্যাচের দায়িত্ব উঠতে চলেছে।

গুজরাত প্রশসনের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, “আইন ব্যবস্থা এবং সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা টিক রাখার জন্য সেদিন আমাদের ৭০০০ হাজদার পুলিশের সঙ্গে প্রায় ৪ হাজার হোমগার্ডও থাকতে চলেছে। ম্যাচ চলাকালীন স্পর্ষকাতর এলাকা গুলোতেও থাকতে চলেছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর সঙ্গেই আমকা নিরাপত্তা ব্যবস্থায় রাখতে চলেছি তিনটি হিট টিম এবং একটি অ্যান্ডি দ্রোন বাহিনী। এছাড়া সেখানে অ্যান্টি বম্ব স্কোয়াডের ৯টি দলও রাখার ব্যবস্থা করা হতে চলেছে”।

আগামী ১৪ অক্টোবর এই ম্যাচে নামতে চলেছে দুই দল। ম্যাচ ঘিরে গোটা দেশ জুড়ে উত্চেজনার পারদ চড়তে শুরু করেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিুকেই তাকিয়ে রয়েছেন সকলে।

The post নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচ, থাকতে চলেছে ১১০০০ সদস্যের নিরাপত্তা বাহিনী appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador