নেটে অনুশীলনের সময় কাঁধে চোট শার্দূল ঠাকুরের

ডিসে. 30, 2023

Spread the love

Shardul Thakur. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্রীভাবে হেরে গিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে এক ইনিংস ও ৩২ রানে হারতে হয়েছে ভারতীয় শিবিরকে। সিরিজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। এখন ভারতের সামনে প্রধান লক্ষ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে সমতা ফেরানো। কিন্তু সেই লক্ষ্যে নামার আগেই চিন্তার ভাঁজ ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে। অপশনাল প্রস্তুতি চোট শারাদূল ঠাকুরের। নেটে ব্াটিং প্রস্তুচির সময় হাত্ই কাঁধে চোট পান তিনি। আর সেটাই যেন জল্পনা বাড়িয়েছে। এখনও পর্যন্ত সেই চোট কতটা গুরুতর তা অবশ্য জানা যায়নি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজেই টেস্টের দলে সুযোগ পেয়েছিলেন শার্দূল ঠাকুর। যদিও  দলের হয়ে প্রথম পরীক্ষাতে সেভাবে সাফল্য পেতে পারেননি তিনি। ব্যাটিং তেকে বোলিং দুই জায়গাতেই শার্দূল ঠাকুর চূড়ান্ত ব্যর্থ হয়েই মাঠ ছেড়েছিলেন। এবার তাঁর কাঁধের চোট চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। যদিও হাতে এখনও পর্যন্ত বেশ কয়েকটা দিন সময় রয়েছে। সেই সময়ের মধ্যে তিি সেরে উঠে মঠে নামতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

প্রথম ম্যাচে ১৯ ওভারে ১০১ রান দিয়েছিলেন শার্দূল ঠাকুর

এদিন সেঞ্চুরীয়নেই অপশনাল অনুশীলনে নেমেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানেই নেটে ব্যাটিং অঅনুশীলন সারছিলেন শার্দূল ঠাকুর। বোলিং কোচ বিক্রম রাঠোর থ্রো ডাউন করছিলেন তাঁকে। সেই সময়ই একটি বাউন্স বেকায়দায় তাঁর কাঁধে লেগে যায়। সেই চোট নিয়েই চিন্তায় পড়ে গিয়েছেন সকলে। অনুশীলনের পরই নেট থেকে ফিরে শার্দূল ঠাকুরকে দেখা যায় ফিজিওর সাহায্য নিতে। তাঁকে হাতে আইসব্যাগ বেঁধে রেখেই বসে থাকতে দেখা যায়। যদিও সেই চোট করতা গুরুতর তা এখনও পর্যন্ত জানা যায়নি। তাঁর স্ক্যান করা হলেই হয়ত চূড়ান্ত রিপোর্ট পাওয়া যেতে পারে। তবে এখনও পর্যন্ত সকলেই আশাবাদী শার্দূল ঠাকুরকে নিয়ে।

STORY | Shardul Thakur gets hit on shoulder at nets in South Africa

READ: https://t.co/CCreEtNC8Q

VIDEO: #INDvsSA pic.twitter.com/4357zyDm3J

— Press Trust of India (@PTI_News) December 30, 2023

দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি শার্দূল ঠাকুর। ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই চূড়ান্ত ব্যর্থ হতে হয়েছে এই তারকা ক্রিকেটারকে। দক্ষি আফ্রিকার বিরুদ্ধে প্পথম ম্যাচে ১০১ রান দিয়েছেন এই তারকা অল রাউন্ডার। যদিও উইকেট তুলতে ব্যর্থই হয়েছেন তিনি। সেইসঙ্গে ব্যাট হাতেও দুই ইনিংস মিলিয়ে বড় রান করতে পারেননি শার্দূল ঠাকুর। এবারপ তাঁর চোট যে ভারতকে খানিকটা হলেও চিন্তায় ফেলে দিল তা বলার অপেক্ষা রাখে না।

প্রথম ম্যাচে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ লড়াই করার চেষ্টা করলেও শার্দূল ঠাকুরের থেকে সেভাবে সঙ্গ পাননি। শার্দূুল যদি  এবার চোটের জন্য খেলতে না পারেন, তাঁর জায়গায় কাকে খেলানো হবে সেটা নিয়েই শুরু হয়ে গিয়েছে জল্পনা।

The post নেটে অনুশীলনের সময় কাঁধে চোট শার্দূল ঠাকুরের appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador