পাঁচ উইকেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন

মার্চ 9, 2024

No tags for this post.
Spread the love

Ravichandran Ashwin. ( Photo source : twitter )

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। ধরমশালাতেই কেরিয়ারের ১০০ তম টেস্টের মঞ্চে নেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই মঞ্চেই গড়লেন আরও একটা রেকর্ড। ভারতীয় বোলার হিসাবে টেস্টে সর্বোচ্চ বার পাঁচ উইকেট নেোয়ার রেকর্ড গড়লেন তিনি। অনিল কুম্বলের রেকর্ড ভেঙে এখন সেই তালিকায় শীর্ষস্থানে নিজের জায়গা পারা করে ফেললেন বারতীয় দলের এই তারকা স্পিনার। সেইসঙ্গে ইংল্যান্ডের বিরু্দ্ধে এই টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেটের মালিকের নামও এখন রবিচন্দ্রন অশ্বিন।

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই সিরিজে আগেই পাঁচ উইরেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড ছুঁয়েছিলেন তিনি। ধরমশালায় যখন অশ্বিন নেমেছিলেন সেঅই সময় ৩৫ বার পাঁচ উইকেট নেওয়ার নজির ছিল তাঁর ঝুলিতে। অনিল কুম্বলের সহ্গে এক আসনেই ছিলেন তিনি। প্রথম ইনিংসেই সেই রেকর্ডটা ভেঙে দিতে পারতেন। কিন্তু তা হয়নি। সেই ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে চার উইকেট নিয়েই থামতে হয়েছিল এই তারকা স্পিনারকে। তবে অপেক্ষার অবসান হয়েছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ের সময়ই।

ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন

ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট পানের লিড নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ভারতীয় দল করেছিল ৪৭৭ রান। সেইসঙ্গেই টিম ইন্ডয়া লিড নিয়েছিল ২৫৯ রানের। ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু রবিচতন্দ্রন অশ্বিনের স্পিনার সামনেই শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশ ব্যাটিং লাইনআপ। এদিন শুরুটা ইংল্যান্ড ভালভাবে করলেও অশ্বিনের বাতে বল আসার পর থেকেই বদলে গিয়েছিল চিত্রটা। কেরিয়ারের শততম টেস্টের মঞ্চে পাঁচ উইকেট তুলে নিয়ে একাধিক রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন।

Ravichandran Ashwin becomes the leading wicket taker in this series. 🫡

– He hasn’t been at its best but still at the top, one of the greatest ever. pic.twitter.com/GtTuHrzVdG

— Johns. (@CricCrazyJohns) March 9, 2024

A five-wicket haul in his 100th Test 🙌

Ravichandran Ashwin 🔥#WTC25 | #INDvENG 📝: https://t.co/0sc3mQ50r4 pic.twitter.com/AxDdZcqeYV

— ICC (@ICC) March 9, 2024

Ravichandran Ashwin is the Leading Wicket-Taker of the Series.#ENGvsINDpic.twitter.com/gjFUXuzP75

— Beb_ra (@bebra_beb) March 9, 2024

Maybe a bit slow to start with in this series but Ravichandran Ashwin is finishing it off in style.
Aside of the wickets, him coming back within a day of his mother’s medical emergency speaks as much about his commitment as it did of his family’s sacrifices in making him India’s…

— Vikrant Gupta (@vikrantgupta73) March 9, 2024

🐐 To Ravichandran Ashwin, with love, admiration and a lot of respect! 💗🇮🇳 pic.twitter.com/GQ1RbUw39f

— Rajasthan Royals (@rajasthanroyals) March 7, 2024

A five-wicket haul in his 100th Test for Ravichandran Ashwin.

📸: Jio Cinema pic.twitter.com/og4ZXTv4gh

— CricTracker (@Cricketracker) March 9, 2024

Ravi Ashwin picked a fifer on debut.

Ravi Ashwin picked a fifer in the 25th Test.

Ravi Ashwin picked a fifer in the 75th Test.

Ravi Ashwin picked a fifer in the 100th Test. pic.twitter.com/9S9FET0PH1

— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 9, 2024

এই সিরিজেই কেরিয়ারের ৫০০টি টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সিরিজেই এবার অশ্বিনের মুকুটে উঠেছে নতুল পালকষ অনিল কুম্বলেকে টপকে ভারতীয় হিসাবে টেস্টে সর্বোচ্চবার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন শুরু থেকেই বল হাতে বেশ আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।

ধরমশালাতে বেন ডাকেটকে দিয়ে এই সিরিজে উইকেট নেওয়ার যাত্রা শুরু করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এরপরই জ্যাক ক্রলিকে ০ রানে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এরপর একে একে বেন স্টোকস,অলি পোপদেরও প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছিলেন অশ্বিন। বেন ফোকসের উইকেট তুলে নেওয়ার পরই সেই কাঙ্খিত রেকর্ড গড়়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে নিয়েই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে হৈচৈ।

The post পাঁচ উইকেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8