Shakib Al Hasan (Photo Source: Twitter)
আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে সুপার ফোরে পৌঁছেছিল বাংলাদেশ। কিন্তু সুপার ফোরের মঞ্চে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ ব্রিগেড। প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে বিশ্রী হার হয়েছে বাংলাদেশের। সুপার ফোরের মঞ্চে সাত উইকেটে পাকিস্তানের কাছে হেরে গিয়েছে তারা। সেই ম্যাচ শেষ হওয়ার পরই গলের ব্যাটারদে দুষছেন বাংলাদেশের তারকা অধিনায়ক সাকিব ইল হাসান। বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতাতেই দুষছেন তিনি। সুপার ফোরের প্রথম ম্যাচে হারের পর যেবাংলাদেশের ফাইনালে পৌঁছনোর রাস্তাটা যে অনেকটাই কঠিন হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
পাকিস্তানের বিরুদ্ধেটসেজিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেনবাংলাদেশ অধিনায়ক সাকিব অল হাসান। সেখানেই পাকিস্তান ব্যাটারদের বিরুদ্ধে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা। শুরুতেই ৪৭ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে ম্যাচের দখল হারিয়ছিল বাংলাদেশ। সেখান থেকে সাকিব অল হাসান ও মুশফিকুর রহিম ১০০ রানের পার্টনারসিপ গড়ে তুললেও পাকিস্তানকে হারানোর জন্য তা যথেষ্ট ছিল না। সাত উইকেটেই সেই ম্যাচ হেরে গিয়েছিল পাকিস্তান।
পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ রানের ইনিংস খেলেছি্লেন সাকিব অল হাসান
পঞ্চম উইকেটেই পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরী পার্টনারশিপ তৈরি করেছিলেন সাকিব অল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু তারা সাজঘরে ফেরার পরই বাংলাদেশের ব্যাটিং লাইনপ পাক পেস বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। আরও সাত থেকে আট ওভার তাদের ব্যাটিং করা উচিত্ ছিল বলেই মনে করছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব অল হাসান। যদিও শেষপর্যন্ত তা হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৩ রানেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচ হারের পরই দলের খারাপ ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাকিব অল হাসান।
ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন, “আমরা শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলেছিলাম এবং অত্যন্ত সাধারণ মানের শট খেলেছি এদিন। এমন পিচে প্রথম দশ ওভারের চার উইকেট হারানোটা একেবারেই উচিত্ ছিল না, কিন্তু সেটাই হয়েছে। সেখানে আআমাদের পার্টনারসিপ ভালভাবেই হয়েচিল। ভেবেছিলাম আরও সাত থেকে আট ওভার ব্যাটিং চালিয়ে যেতে পারব। এমন পিচে এই ব্যাটিং পারফরম্যান্স খুবই খারাপ। আশা করছি পরবর্তী ম্যাচে আরও ভাল ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারব”।
বাংলাদেশের সামনে অএথম দুটো ম্যাচ রয়েছে। ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধেই ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে জিতে পারলে তবেই তাদের সুপার ফোরের ম়্চে পৌঁছনোর একটা সুযোগ থাকবে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।
The post পাকিস্তানের কাছে হারের পর ব্যাটিং পারফরম্যান্সকেই দুষছেন সাকিব অল হাসান appeared first on CricTracker Bengali.