Gautam Gambhir. (Photo Source: Twitter)
টস জিতে প্রথমে ব্যাটিংংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এই মুহূর্তে গোটা বিশ্বের চোখ যে এই ম্যাচের দিকে তা বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচের আগেই ভারতীয় দলের পেস লাইনআপকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। বিগত ৭০ বছরের ইতি্হাসে যা দেখা যায়নি এই ভারতীয় দলে সেটাই দেখা যাচ্ছে বলে মনে করছেন তিনি। এবার পাকিস্তানের থেকেও ভারতীয় দলের পেস আক্রমণে কোনও অংশ কম শক্তিশালী নয় বলেই মনে করছেন তিনি।
ভারতীয় দলের পু্রথম একাদশে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া এবং শার্দূল ঠাকুরদের দিয়ে পেস লাইনআপ সাজানো হয়েছে। আর ভারতীয় দলের পেস লাইনআপ গৌতম গম্ভীরকে অত্যন্ত স্বস্তি দিচ্ছে। ম্যাচ শুরুর আগে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে তেমন কথাই জানালেন ভারতীয় দলের এই প্রকাক্তন তারকা ক্রিকেটার। শেষপর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের পেসাররা দুরন্ত পারফরম্যান্স দেখাতে পারে কিনা তা তো সময়ই বলবে। তবে এবার শুধু পাকিস্তানের বোলিং বনাম ভারতের ব্যাটিং পারফরম্যান্সের লড়াই হবে না বলেই মনে করছেন গৌতম গম্ভীর।
পাকিস্তানের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজ জুটিতে ভরসা রেখেছে ভারতীয় দল
শেষ কয়েকবারের সাক্ষাতেও ভারতীয় দলের ব্যাটিং লাইনআপকে পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখতে পাওয়া যায়নি। ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিংলাইনআপ শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের সেরা বোলিং লাইনআপের সামনে। এবার অবশ্য ভারতীয় দলের বোলিং লাইনআপ নিয়ে অত্যন্ত আশাবাদীর সুর শোনা গেল গৌতম গম্ভীরের গলায়। জসপ্রীত বুমরাদের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে এই তারকা প্রাক্তন ক্রিকেটার।
FAST & FIESTY!@GautamGambhir shares a valuable insight on how the quality & form of both India & Pakistan’s fast-bowling units have aligned! What a solid contest it’s gonna be! 🤩
Tune-in to #INDvPAK on #AsiaCupOnStar
Today | 2 PM onwards | Star Sports Network#Cricket pic.twitter.com/48eKhpclMb
— Star Sports (@StarSportsIndia) September 2, 2023
এই প্রসঙ্গে গৌতম গম্ভীর স্টার স্পোর্টসে জানিয়েছেন, “দেখুন আমার মনে হচ্ছে শেষ ৭০ বছরে এমনটা কখনও হয়নি। এবার পাকিস্তানের বোলিং লাইনআপ যতটা শক্তিশালী, আমাদের বোলিং লাইনআপও ততটাই শক্তিশালী। কারণ বরাবরই আমরকা দেখে এসেছি যে পাকিস্তানের ফাস্ট বোলিং বনাম ভারতীয় ব্যাটেরদের লড়াই হয়েছে। এই প্রথমবার এমনটা হতে চলেছে যে ভারতের পেস বোলিং লাইনআপ পাকিস্তানের মতোই এবংকোনও জায়গায় তাদের থেকে ভালও”।
পাকিস্তানের বিরুদ্ধে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে কার্যত আট ব্যাটার নিয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। দলে সুযোগ পেয়েছেন ঈশান কিষাণও। শেষপর্যন্ত ভারতীয় পেসাররা সাফল্য পান কিনা সেটাই দেখার।
The post পাকিস্তানের মতোই ভারতের পেস লাইনআপও শক্তিশালী, মনে করছেন গৌতম গম্ভীর appeared first on CricTracker Bengali.