Usama Mir. ( Image Source: Twitter )
একের পর এক ম্যাচে হেরে চলতি ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা অনেকটাই কঠিন করে ফেলেছে পাকিস্তান। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচে বাবর আজমের পাক বাহিনী। সেই ম্যাচ জিতলেও সেমিফাইনালের যাওয়ার জন্য আরও নানান হিসাব নিকাশ রয়েছে। যদিও পাক শিবিরের সদস্য উসামা তাদের সেমিফাইনালে যাওয়ার ব্য।পারে বেশ আশাবাদী। তবে সেই লক্ষ্যে পৌঁছঠতে হলে ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে হারাতেই হবে। সেই লক্ষ্যেউই এবার চূড়ান্ত প্রস্তুতি চলছে পাকিস্তান শিবিরের।
বিশ্বকাপের মঞ্চ থেকে ইংল্যান্ডের বিদায় হয়ে গিয়েছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ ইংল্যান্ডের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ জিততে পারলে ইংল্যান্ডের আগদামী চ্যাম্পিয়ন্স ট্রফ খেলার ছাড়পত্র পাকাপাকি হয়ে যাবে। পাকিস্তানের বিরুদ্ধে তারাও যে এক ইঠ্চিও জমি ছেড়ে দেবে না তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে শেষ ম্যাচে ইংল্যান্ডের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন বেন স্টোকস। সেটা যে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ড শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।
শেষ ম্যাচে বড় জয় পেয়েছিল পাকিস্তান
যদিও পাকিস্তানের তারকারা এসব নিয়ে খুব একটা ভাবতে নারাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে মরিয়া হয়ে রয়েছে পাক বাহিনী। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের থেকে খানিকটা হলেও অ্যাডভান্টেজে যে পাকিস্তান রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে শেষম্যাচে ফখর জামনের পারফরম্যান্স পাকিস্তানের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও পাকিস্তানের অস্ত্র টিম গেম। অন্তত উসামা মিরপের কথার ইঙ্গিত তো তেমনই। ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান তাদের সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।
এই ম্যাচের আগে উসামা মির ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, সেমিফাইনালে নিজডেদের জায়গা করে নিতে আমরা অত্যন্ত আশাবাদী রয়েছি সকলে। দলের প্রত্যেক সদস্যই এই ম্যাচের গুরুত্ব কতটা বেশ ভালভাবেই বুঝতে পারছেন এবং নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার কথাই ভাবছেন। দলের সকলের সঙ্গে সঙ্গে সকলের সম্পর্ক একেবারেই বন্ধুত্বের মতো রয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলেও সেমিফাইবালের রাস্তা পুরোপুরি পাকা হবে না পাকিস্তানের। কারণ নিউ জিল্যান্ডও পাকিস্তানের সঙ্গে এক পয়েন্টে রয়েছে। একইসঙ্গে পাকিস্তানের থেকে রান রেটেও অনেকটা এগিয়ে রয়েছে পাক বাহিনী। সেই কারণে এই ম্যাচের পাশাপাসি আরও বেশ কয়েকটা হিসাব নিয়েই মাঠে নামতে হবে পাকিস্তানকে। শেষপর্যন্ত কোন দলের অধিনায়কের মুখে জয়ের হাসি ফোটে সেটাই দেখার।
The post পাকিস্তানের সেমিফাইনালে যাওয়া নিয়ে আশাবাদী উসামা মির appeared first on CricTracker Bengali.










