Sourav Ganguly. (Photo by Harry Trump – ICC/ICC via Getty Images)
এবারের বিশ্বকাপের মঞ্চ প্রথম দুটো ম্যাচে জিততে পারলেও, ভারতের কাছেই থেমে গিয়েছে পাকিস্তানের বিজয়রথ। ভারতের কাছে বিশ্রীভাবে হারতে হয়েছে পাক বাহিনীকে। এরপর থেকেই পাকিস্তান ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে ছিলেন সকলে। এবার পাকিস্তানের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে এই পাকিস্তান দলের ব্যাটাররা কেউই কঠিন পরিস্থিতিতে চাপ নিতে পারেন না।
বিশ্বকাপের মঞ্চে দুটো ম্যাচ জিতলেও, পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স যে খুব একটা শক্তিশালী মনে হয়েছে তা কখনোই নয়। যদিও তারাই জয় পেয়েছিল। কিন্তু ভারতের বিরুদ্ধেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ২০০ রানের গন্ডীও সেই ম্যাচে পার করতে পারেনি তারা। আর সেই পারফরম্যান্স নিয়েই সরব হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তেকে বিশেষজ্ঞরা। কেন পাকিস্তান ক্রিকেট দলের এমন অবস্থা হয়েছে সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতের কাছে শেষ ম্যাচে ২০০ রানের গন্ডীও পার করতে পারেনি পাকিস্তান
ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে শুরুটা ভালভাবে করলেও, শেষরক্ষা করতে পারেনি পাকিস্তান শিবির। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের পার্টনারশিপ বাঙার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল পাকিস্তান শিবিরের ব্যাটিং লাইনআপ। সেখানে মাত্র ১৯১ রানেই শেষ হয়ে গিয়েছিল তারা। এমন পরিস্থিতি দেখার পরই তাদের দুর্বলতা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর মতে কঠিন পরিস্থিতিতে চাপ নেওয়ার জন্য এই পাকিস্তান দলের ব্যাটাররা প্রস্তুত নন। আগের পাকিস্তান দলের সঙ্গে এই দলের বহু পার্থক্য রয়েছে বলেই মনে করছেন তিনি।
টাইমস নাও-তে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আমাদের সময় পাকিস্তান দল একটা আলাদাই দল ছিল। আমরা যে পাকিস্তান দলের বিরুদ্ধে খেলতাম, সেই দলের সঙ্গে এই দলের কোনওরকম মিলই নেই। ব্যাটিংয়ের সময় এই দল কোনওরকমভাবেই চাপ সামাল দিতে পারে না। এই ব্যাটিং পারফরম্যান্সের সঙ্গে পাকিস্তানের চলতি বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোটা খুবই সমস্যার জায়গা হয়ে দাঁড়াতে চলেছে”।
ভারতের কাছে হারের পর এবার পাকিস্তানের সামনে রয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে পাকিস্তান। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post পাকিস্তান ব্যাটারদের চাপ সামলানোর দক্ষতা নেই, মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় appeared first on CricTracker Bengali.










