পাকিস্তান ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডারের মেডেল লোকেশ রাহুলের

অক্টো. 15, 2023

Spread the love

KL Rahul. ( Image Source: Twitter )

পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। বিশেষ করে বোলারদের পারফরম্যান্সের পাশাপাশি ভারতীয় দলের অধিনায়ক রোহত শরিমা ছিলেন বিধ্বংসী ফর্মে। কার্যত পাকিস্তানকে তাদের সামনে মাথা তুলেই দাঁড়াতে দেননি ভারতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তানের বিরুদ্ধে জিতে এবারের বিশ্বকাপে তিনে তিন করেছে টিম ইন্ডিয়া। আপাতত ভারতীয় দলের ড্রেসিংরুমে স্বস্তির আবহ।সেই পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার পররই ভারতীয় দলের তরফে বিশেষ পুরষ্কার পেলেন লোকেশ রাহুল।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরই লোকেশ রাহুলের হাতে উঠল সেই ম্যাচের সেরা পুরষ্কারের মেডেল। এবারের বিশ্বকাপেই নতুন এই নিয়ম শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচ থেকেই একের পর এক তারকা ক্রিকেটারদেরপ হাতে উঠছে মেডেল। পাকিস্তানের বিরুদ্ধে বিাট জয় পাওয়ার পর লোকেশ রাহুলের হাতেই উঠল এই ম্যাচের সেরা ফিল্ডারের মেডেল। আর সেই ছবি বিসিসিআইয়ের তরফে দেওয়ার পরই কার্যত ভাইরাল হয়ে গিয়েছে। সেই ছবি দেখার পরই আপ্লুত হয়েছেন সকলে। ভারতীয় দলের ড্রেসিংরুমে এখন যে স্বস্তির আবহই বিরাজ করছে তা বলার অপেক্ষা রাখে না।

ইমাম উল হকের দুরন্ত ক্যাচ নিয়েছিলেন লোকেশ রাহুল

এবারের বিশ্বকাপের মঞ্চে উইকিটাপ হিসাবে বেশ ভাল পারফরম্যান্সই দেখাচ্ছেন তিনি। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এবারে বিশ্বতাপের মঞ্চে ভারতীয় দল শুরুটা বেশ ভালভাবেই করছে। অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে লোকেশ রাহুলরা। পাকিস্তানের বিরুদ্ধেও লোকেশ রাহুলে উইকেচের পিছনে ছিলেন স্বমহিমায়। ইমাম উল হকের দুর্ধর্ষ ক্যাচ নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আর তাতেই ইমামদের বড় পার্টনারসিপ করার থেকে আটকে দিয়েছিলেন তিনি।

The post-match moment you all have been waiting for 😉

𝗙𝗶𝗲𝗹𝗱𝗲𝗿 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗠𝗮𝘁𝗰𝗵 | 𝗜𝗻𝗱𝗶𝗮 𝘃𝘀 𝗣𝗮𝗸𝗶𝘀𝘁𝗮𝗻 🏟️ -By @28anand

Priceless reactions 😃
Positive vibes ✅
Smiles and laughs at the end of it 😁#CWC23 | #INDvPAK

WATCH 🔽https://t.co/8iGJ4Y5JT8 pic.twitter.com/vGoIo6i2Wb

— BCCI (@BCCI) October 15, 2023

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরই উল্লাসে মেতেছিল ভারতীয় দলের ক্রিকেটাররা। গোটা স্টেডিয়ামেছিল ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিজয়োল্লাস। সেই খুশির জোয়ারেই গা ভাসিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররাও। পাকিস্তানকে হারানোর আবেগটা যে সকলের কাছেই অন্যতম তা বলার অপেক্ষা রাখে না। সেই ছবিটা ভারতীয় দলের অন্দরেও বেশ স্পষ্টভাবেই বোঝা গেল।

ম্যাচ শেষ হওয়ার পরই ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে লোকেশ রাহুলের হাতে ওঠে বিশেষ মেডেল। এই ম্যাচের সেরা ফিল্ডার হিসাবই তাঁকে বেছে নিয়েছিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্টের সদস্যরা। শেষপর্যন্ত গোটা প্রতিযোগিতায় লোকেশ রাহুল তাঁর পারফরমন্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

The post পাকিস্তান ম্যাচে ভারতীয় দলের সেরা ফিল্ডারের মেডেল লোকেশ রাহুলের appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador