প্রথম পেসার হিসাবে টেস্টের মঞ্চে ৭০০ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন

মার্চ 9, 2024

No tags for this post.
Spread the love

James Anderson. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট জুড়ে শুধুই এবার রেকর্ডের ছড়াছড়ি। ধরমশালায় ম্যাচের তৃতীয় দিনই পেসার হিসাবে এক নতুন ইতিহাস তৈরি করলেন জেমস অ্যান্ডারসন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের মঞ্চে প্রথম পেসার হিসাবে ৭০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন। তৃতীয় দিন কেরিয়ারের নতুন মাইলস্টোন গড়ার জন্য মাত্র একটি উইকেট দূরে ছিলেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। কুলদীপ যাদবকে সাজঘরে ফেরানোর সঙ্গেই সেই কাঙ্খিত রেকর্ডের মালিক হয়ে যান তিনি। আর তাতেই আপ্লুত গোটা ক্রিকেট মহল। প্রথম পেসার হিসাবে টেস্ট ক্রিকেটের মঞ্চে ৭০০ টি উইকেট তুলে নিলেন জেমস অ্যান্ডারসন।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু থেকেই জেমস অ্যান্ডারসনের ৭০০ উইকেটের অপেক্ষায় ছিলেন সকলে।  সিরিজের শেষ টেস্টে যখন জেমস অ্যান্ডারসন নেমেছিলেন সেই সময় তাঁর টেস্টের মঞ্চে উইকেট ছিল ৬৯৮টি।  সেই থেকেই প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছিল। ম্যাচের দ্বিতীয় দিনই শুভমন গিলের উইকেট নিয়ে সেই রাস্তায় এগিয়ে গিয়েছিলেন জেমস অ্যান্ডারসন।  সেই থেকেই অপেক্ষা ছিল আর মাত্র একটা উইকেট নেওয়ার। তৃতীয় দিনের শুরুতেই জেমস অ্যান্ডারসন কুলদীপ যাদবকে সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন। সেইসঙ্গেই কেরিয়ারের এই নতুন মাইলস্টোনের মালিক তিনি।

মুরলীথরণ, শেন ওয়ার্নের পরেই জায়গা করে নিলেন জেমস অ্যান্ডারসন

এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটের মঞ্চে কোনও পেসারই টেস্টে ৭০০ উইকেট তুলতে পারেননি। এদিন সেই কাজটাই করে দেখালেন জেমস অ্যান্ডারসন। টেস্টের মঞ্চে বোলারদের মধ্যে এখন জেমস অ্যান্ডারসনের নাম তিন নম্বরে। তৃতীয় বোলার হিসাবেই ৭০০ উইকেট তুললেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। তাঁর সামনে এখন রয়েছেন শুধু মুথাইয়া মুরলীথরণ এবং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। সেই এলিট তালিকাতেই তৃতীয় স্থানে নিজের জায়গা করে নিয়েছেন জেমস অ্যান্ডারসন।

২০০৩ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে অভিষেক হয়েছিল জেমস অ্যান্ডারসনের। সেই থেকেই সাফল্যের রাস্তায় হাঁটা শুরু হয়েছিল ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটারের। সেই থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। শনিবার ধরমশালায় পেলেন নতুন উপহার। কেরিয়ারের ৭০০ তম টেস্ট উইকেটের মালিক এখন তিনি। ২০১৫ সাল থেকে ফিটনেসের কথা মাথায় সাদা বলের ফর্ম্যাটের ক্রিকেট থেকে নিজেরে সরিয়ে নিয়েছেন তিনি। সেই থেকেই জেমস অ্যান্ডারসনের ফোকাস এখন শুধুই টেস্ট ক্রিকেটের মঞ্চে।

ধরমশালায় শেষ টেস্টে বল হাতে অবশ্য অনেক উইকেট তুলতে পারেননি তিনি। প্রথম ইনিংসে শুভমন গিলকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় দিন কুলদীপ যাদবের ুইকেট নিয়েই তামতে হয়েছে তাঁকে।

The post প্রথম পেসার হিসাবে টেস্টের মঞ্চে ৭০০ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসন appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8