Shakib Al Hasan (Photo Source: Twitter)
তামিম ইকবালকে দলে রাখেনি বাংলাদেশ। সেই নিয়ে বিতর্ক এখনও চলছে। তার মাঝেই বাংলাদেশ শিবিরে বড়সড় ধাক্কা। বিশ্বকাপে নামার আগেই চোট পেলেন দলের অধিনা.ক সাকিব অল হাসান। আর তাতেই চিন্তার ভাঁজ বাংলাদেশ কোচ ও ক্রিকেটারদের কপালে। প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব অল হাসান। সেইসঙ্গেই শোনাযাচ্ছে এবার নাকি বাংলাদেশের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেও অনিশ্চিত সাকিব অল হাসান। এই সংবাদ যে বাংলাদেশ শিবিরের জন্য একেবারেই স্বস্তির নয় তা বলার অপেক্ষা রাখে না।
শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছে বাংলাদেশ । তার আদেই অনুশীলনের সময় নাকি চোট পেয়েছেন সাকিব অল হাসান। অনুশীলনের সময় ফুটবল খেলাকালীনই চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই চোটের জেরেই বিশ্বকাপের আগে প্রথম দুটো প্রস্তুতি ম্যাচে নেই তিনি। সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের প্রথম ম্যাচেও সাকিব অল হাসানের খেলা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে সকলে।
প্র্যাকটিস সেশনে ফুটবল খেলার সময়ই চোট পেয়েছিলেন সাকিব অল হাসান
বিশ্বকাপে যাত্রা শুরু করার আগে বাংলাদেশ ক্রিকেটদলের কাছে যে এই খবর একেবারেই ভাল নয় তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপে আসার আগে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেমেছিল বাংলাদেশ শিবির। সেখানেই অবশ্য সাকিব অল হাসান সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারদের বিস্রাম দেওয়া হয়েছিল। বিশ্বকাপের কতা মাথায় রেখেই যে সিদ্ধান্ত ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই বিশ্বকাপের মঞ্চে নামার আগেই সাকিব অল হাসানকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা।
অনুসীলনের সময়ই চোট পেয়েছিলেন সাকিব অল হাসান। আর সেই চোটের কারনেই বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচে নামতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। এবার শোনাযাচ্ছে বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেও নাকি নামতে পারবেন না তিনি। আর সেটা যে বাংলাদেশ শিবিরের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না।
এবারের এসিয়া কাপেও বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। মাত্র দুটো ম্যাচই জিততে পেরেছিল তারা। সেই হারের পারফরম্যান্সের পর থেকেই তাদের নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল। এমন পরিস্থিতি্তেই এবার সাকিবের চোট চিন্তা ক্রমই বাড়িয়ে দিচ্ছে।
The post প্রস্তুতি ম্যাচের পাশাপাশি বিশ্বকাপের প্রথম ম্যাচেও অনিশ্চিত সাকিব অল হাসান appeared first on CricTracker Bengali.