Rohit Sharma. ( Image Source: Twitter )
গত ১০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। সেখানে অবশ্য টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য সম্ভব হয়নি। যদিও সেই সিরিজে ভারতীয় দলের সদস্য় নন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওডিআই দুই সিরিজেই নেই তিনি। একেবারে টেস্ট সিরিজেই নামতে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক। সেই ম্যাচে নামার আগেই রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন কিংবদন্তী সুনী গাভাসকর। তাঁর মতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের প্রধান চাবিকাঠি হতে চলেছেন রোহিত শর্মা।
এবারের বিশ্বকাপের মঞ্চে ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। সেখানে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে বিশ্বকাপও হাতচাড়া হয়েছিল ভারতীয় দলের। সেই আক্ষেপ যে ভাকচীয় দলের অধিনায়কের এখনও কাটেনি তা বলার অপেক্ষা রাখে না। যদিও সুনীল গাভাসকরের মুখে কিন্তু অন্য কথাই শোনা যাচ্ছে। তাঁর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজই নাকি রোহিত শর্মার কাছে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হারের আক্ষেপ মেটানোর কাজ করবে।
এবারের বিশ্বকাপের মঞ্চে ৫৯৭ রান রয়েছে রোহিত শর্মার
এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে সুনীল গাভাসকর জানিয়েছেন, “আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের প্রধান চাবিকাঠি হতে চলেছেন রোহিত শর্মা। বিশ্বকাপের ফাইনাল হারের আক্ষেপ মেটানোর জন্য এটাই রোহিত শর্মার কাছে সবচেয়ে বড় সুযোগ”।
বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে যুক্ত হয়েছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে সাফল্যের রাস্তাতেই হাঁটা শুরু করেছিল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও রোহিত শর্মার নেতৃত্বে নেমেছিল টিম ইন্ডিয়া। ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ভারতীয় দল। যদিও ফাইনালে শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। এরপরই ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা বিশ্রামে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তরুণ ক্রিকেটারদের ওপরই ভরসা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। ওডিআই বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মার ঝুলিতে এবার এসেছিল ৫৯৭ রান। অর্ধশতরানের পাশাপাশি একটি সেঞ্চুরীও রয়েছে রোহিত শর্মার। যদিও বিশ্বকাপের মঞ্চে শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। এবার রোহিত শর্মার সামনে রয়েছে নতুন এক লক্ষ্য। সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর।
এখনও পর্যন্ত অধিনায়ক হিসাবে ৫১টি ম্যাচের মধ্যে ৩৯টি টি টোয়েন্টি ম্যাচ জিতেছেন রোহিত শর্মা। এমন পরিসংখ্যান ভারতীয় অধিনায়কদের মধ্যে খুব কমই রয়েছে। এছাড়া এবারের ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার ব্যাটে ছিল রানের ঝলক। বিশ্বকাপের মঞ্চে ৫৯৭ রান করেছিলেন দ্য হিটম্যান। সেইসঙ্গে গড়েছিলেন একাধিক রেকর্ডও।
The post প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের প্রধান চাবিকাঠি রোহিত শর্মা, মত সুনীল গাভাসকরের appeared first on CricTracker Bengali.










