India Team Practice. ( Photo Source: BCCI/Twitter )
ওডিআই বিশ্বকাপ এখন অতীত। এবার ভারতের সামনে মিশন টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ভারতীয় স্কোয়াড কী হবে তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ দিয়েই যে সেই কাজটা ভারতীয় দল শুরু করে দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের দেশে পৌঁছে কোনওরকম সময় নষ্ট করতেই নারাজ ভারতীয় দল। শুক্রবার থেকেই প্রোটিয়া বধের প্রস্তুতিতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। ওপেনিংয়ে শুভমন গিল ও যশস্বী জয়সওয়ালের ওপরই ভরসা রাখতে চলেছে টিম ম্যানেজমেন্ট।
এবারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। শেষপর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়েছিল তাদের। সেই বিশ্বকাপের পরই অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছিল শুভমন গিলদের। সেইএই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়েই ফের মাঠে ফিরতে চলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেই থেকেই আেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপনিং পজিশনে কারা খেলবেন। মনে করা হচ্ছে শুভমন গিল ও যশস্বী জয়সওয়ালকে দিয়েই ওপেনিং করাতে চলেছেন রাহুল দ্রাবিড়।
অস্ট্রেলিয়া সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল শুভমন গিলকে
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে রুতুরাজ গায়কোয়াড় ও যশস্বী জয়সওয়ালকে দিয়ে ওপেনিং করানো হয়েছিল। কিন্তু এবার ভারতীয় দলে ফিরে এসেছেন শুভমন গিল। দেশের জার্সতে টি টোয়েন্টি ফর্ম্যাটে এখনও পর্যন্ত তিনিই ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ে খেলছেন। এখনও পর্যন্ত ১১টি ম্যাচে তিনিই খেলেছেন ওপেনিংয়ে। এদিন প্রস্তুতিতেও সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে। অনুশীলনের নেটে শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল একসঙ্গেই প্রস্তুতি শুরু করেছিলেন এদিন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি টোয়েন্টি দলের নেতৃত্ব রয়েছে সূর্যকুমার যাদবের কাঁধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর নেতৃত্বেই ৪-১ ব্যবধানে জিতেছে ভারতীয় দল। সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এই সূর্যকুমার যাদবের ওপরই নেতৃত্বের ভার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রোটিয়াদের বিরুদ্ধেও তরুণ ব্রিগেডকেই নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই দলে তরুণ ক্রিকেটারদের পাশাপেশি সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব, মহম্মদ সিজের মতো তারকা ক্রিকেটাররা। তবে এই সিরিজেও সকলের নজর রয়েছে রিুঙ্কু সিংয়ের দিকে।
ভারতীয় দলের হয়ে এই সিরিজে পাঁচ নম্বরে নামছেন এই তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচে শেষপর্যন্ত থেকে নিখুঁতভাবে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় ম্যাচেও রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে সেই একই পারফরম্যান্সের ঝলক দেখা গিয়েছিল। দ্বিতীয় টি টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ৯ বলে তাঁর ৩১ রানের ইনিংস জুড়ে ছিল চারটি বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি। সেই পারফরম্যান্স দেখে ম্যাচ শেষেই নিজের স্বস্তির কথা জানিয়েছিলেন সূর্যকুমার যাদব।
The post প্রোটিয়া বধের প্রস্তুতি শুরু ভারতের, ওপেনিংয়ে শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল appeared first on CricTracker Bengali.










