প্রোটিয়া বধের লক্ষ্যে কলকাতায় পৌঁছলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা

নভে. 3, 2023

Spread the love

Rohit Sharma & Virat Kohli. ( Image Source: Twitter )

আগামী ৫ নভেম্বর কলকাতায় প্রথমবার বিশ্বকাপের ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার জন্য শহর জুড়ে শুরু হয়েছে উন্মাদনা। টিকিটেক চাহিদা তুঙ্গে পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচ খেলতেই শুক্রবার শহরে পৌঁছল টিম ইন্ডিয়া। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে যেমন উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। তেমনই ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। বার্থডে বয়ের ব্যাট থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে বড় রানের পারফরম্যান্স দেখার প্রত্যাশাতেও রয়েছেন সকলে।

এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচ জিতে আসেমিফাইনালে প্রথম দল হিসাবে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। সেমিফাইনালের আগে দক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে এই ম্যাচ জিততে পারলে যে ভারতীয় দলের আত্মবিশ্বাসটা অনেকটাই বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এই ম্যাচেই বিরাট কোহলির ৪৯ তম সেঞ্চুরীর দেখার প্রত্যাশার পারদটাও  চড়তে শুরু করেছে।

দেখে নিন বিরাট কোহলিদের কলকাতায় পৌঁছনোর ভিডিও

এবারের বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত সবচেয়ে দারাবাহিক পারফর্ম্যান্স দেখাচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই দলের ম্যাচ ঘিরে কলকাতা শহরে যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে তা বেশ স্পষ্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে আট নম্বর জয়ের লক্ষ্যে শুক্রবারই কলকাতায় পৌঁছেছে ভারতীয় দল। বিরাটদের শহরে পা রাখার পর থেকেই বিশ্বকাপের উন্মাদনা আরও কয়েক গুন বেড়ে গিয়েছে কলকাতায় তা বলাই বাহুল্য। এখন শুধুই ইডেনের বাইশগজে ভারত ও দক্ষিণ আফ্রিকার নামার অপেক্ষায় রয়েছেন সকলে।

VIDEO | Indian cricket team arrives in Kolkata ahead of their World Cup match against South Africa scheduled to be played at the Eden Gardens on Sunday, November 5. #ICCWorldCup #INDvsSA #ICCWorldCup2023 pic.twitter.com/5UItfivP2h

— Press Trust of India (@PTI_News) November 3, 2023

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে বিরাট কোহলি, শুভমন গিল এবং শ্রেয়স আইয়াররা যেমন ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন। তেমনই বল হাতে মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজরা শেষ করে দিয়েছিল শ্রীলঙ্কাকে। ৫৫ রানেই শ্রীলঙ্কা বাহিনীকে থামিয়ে দিয়েছিল তারা। সেই পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিসকে দক্ষিণ আপ্রিকাও দুরন্ত ফর্মে রয়েছে এবারের বিশ্বকাপে।

শেষ ম্যাচে কুউন্টন ডিককের দুর্ধর্ষ সেঞ্চুরী ইনিংস সকলকে মুগ্ধ করেছিল। তেমনই হেনরিখ ক্লাসেন রয়েছেন বিধ্বংসী ফর্মে। ভারতীয় বোলারদের বিরুদ্ধে তারাও কটিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত রয়েছে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মেগা ডুয়েল দেখার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

The post প্রোটিয়া বধের লক্ষ্যে কলকাতায় পৌঁছলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador