প্ৰথমবারের জন্য ওডিআই বিশ্বকাপে টানা ৯টি ম্যাচ জিতে রেকর্ড করল ভারতীয় দল

নভে. 13, 2023

Spread the love

IND vs NED. (Photo Source: Twitter)

১২ই নভেম্বর, রবিবার, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে নেদারল্যান্ডসকে ১৬০ রানে পরাজিত করেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই টুর্নামেন্টের রাউন্ড রবিন পর্বে ৯টি ম্যাচ জিততে সক্ষম হয়েছে ভারতীয় দল।

একটি ওডিআই বিশ্বকাপে এর আগে কখনও টানা ৯টি ম্যাচ জিততে পারেনি ভারত। চলতি ওডিআই বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি। ওডিআই বিশ্বকাপ ২০০৩-এ সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে টানা ৮টি ম্যাচ জিতেছিল ভারত। শেষমেশ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে তারা পরাজিত হয়েছিল।

২০১৫ সালের ওডিআই বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টানা ৭টি ম্যাচ জিতেছিল ভারতীয় দল। এরপর, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ভারত।

ওডিআই বিশ্বকাপে একটি ম্যাচও না হেরে ট্রফি জেতার রেকর্ড মাত্র ২টি দেশের নামে রয়েছে। ১৯৭৫ এবং ১৯৭৯ সালের বিশ্বকাপে এই কাজটি করে দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর, ২০০৩ এবং ২০০৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া এই কাজটি করতে সক্ষম হয়েছিল। ভারতও এই রেকর্ডে নিজের নাম লেখাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

১৫ই নভেম্বর, বুধবার, প্ৰথম সেমিফাইনালে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ওডিআই বিশ্বকাপ ২০১৯-এর সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতকে হারতে হয়েছিল। চলতি ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত সেই হারের বদলা নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরান করতে সক্ষম হয়েছিলেন শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল

স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে ৯৪ বলে অপরাজিত ১২৮ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন শ্রেয়স আইয়ার। তিনি এই ইনিংসে ১০টি চার এবং ৫টি ছয় মারতে সক্ষম হয়েছিলেন। তাকে এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়েছিল। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি এখনও পর্যন্ত ৯টি ইনিংস খেলেছেন এবং ৪২১ রান করেছেন। তিনি এই রান ৭০.১৬ গড় এবং ১০৬.৫৮ স্ট্রাইক রেটের সাথে করেছেন। তার নামে ১টি শতরান এবং ৩টি অর্ধশতরান রয়েছে।

অন্যদিকে, কেএল রাহুল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১১টি চার এবং ৪টি ছয় সহ ৬৪ বলে ১০২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। চলতি ওডিআই বিশ্বকাপে তিনি ৮ ইনিংস খেলে ৩৪৭ রান করেছেন। তিনি এই রান ৬৯.৪০ গড় এবং ৯৩.৫৩ স্ট্রাইক রেটের সাথে করেছেন। তার নামে ১টি শতরান এবং ১টি অর্ধশতরান রয়েছে।

The post প্ৰথমবারের জন্য ওডিআই বিশ্বকাপে টানা ৯টি ম্যাচ জিতে রেকর্ড করল ভারতীয় দল appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador