Mohammed Shami. ( Image Source: Twitter )
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ১০ উইকেটে ২৪০ রান তুলেছিল ভারত। অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ শামি মনে করছেন যে এই ম্যাচটিতে ৩০০ রান করতে পারলে ভারত জিতে যেত।
মহম্মদ শামি ফাইনাল ম্যাচে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি বলেছেন যে পরাজয়ের কারণ হিসেবে যেকোনো একটি জিনিসকে দায়ী করা উচিত নয়।
হিন্দুস্তান টাইমস মহম্মদ শামির বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমাদের হাতে তেমন রান ছিল না। যদি আমরা ৩০০ রান করতাম, তাহলে আমরা সহজেই ডিফেন্স করতে পারতাম। কিন্তু আমি মনে করি না যেকোনো একটি বিষয়কে দায়ী করা ঠিক হবে। দল হিসেবে আমরা কোথায় দাঁড়িয়েছি সেটা দেখাটা গুরুত্বপূর্ণ। একটি ইউনিট হিসাবে কাজ করা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি একটা কথা বলব যে হয়তো আমাদের রান কম পড়ে গিয়েছিল।”
ফাইনাল ম্যাচটিতে ব্যাট হাতে খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কেএল রাহুল বাদে ভারতের আর কোনো ব্যাটার ৪০ রানের গন্ডি পার করতে পারেননি। কেএল রাহুল খুবই ধীরগতিতে ব্যাট করেছিলেন। তিনি ১০৭ বলে ৬৬ রান করতে সক্ষম হয়েছিলেন। রান তাড়া করতে নেমে খুব তাড়াতাড়িই ৩টি উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এরপর ট্র্যাভিস হেড এবং মার্নাস ল্যাবুশেন ভারতের বোলারদের ধরাশায়ী করেছিলেন। ট্র্যাভিস হেড ১৫টি চার এবং ৪টি ছয় সহ ১২০ বলে ১৩৭ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। মার্নাস ল্যাবুশেন ১১০ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন। ৭ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ অনবদ্য পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন মহম্মদ শামি
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ সবথেকে বেশি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন মহম্মদ শামি। তিনি মাত্র ৭টি ম্যাচ খেলে ১০.৭০ গড় এবং ৫.২৬ ইকোনমি রেটের সাথে ২৪টি উইকেট শিকার করেছিলেন।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটারদের ধরাশায়ী করেছিলেন মহম্মদ শামি। তিনি এই ম্যাচে ৫৭ রানের বিনিময়ে ৭টি উইকেট নিয়েছিলেন এবং ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন। এছাড়াও, রাউন্ড রবিন পর্বে তিনি দুবার ৫টি উইকেট শিকার করেছিলেন।
The post ফাইনালে ৩০০ রান করলে বিশ্বকাপ জিততে পারত ভারত, মনে করছেন মহম্মদ শামি appeared first on CricTracker Bengali.










