KL Rahul. (Photo Source: Instagram)
আইপিএলের মাঝপথ থেকেই ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল। এরপর থেকেই এনসিএ-তে রিহ্যাব চলছে এই তারকা ক্রিকেটারের। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই ভারতীয় দলে ফিরতে চলেছেন লোকেশ রাহুল। তার আগে বেশ খোশ মেজাজেই রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এনসিএ–তে ফিটনেস প্রস্তুতির মাঝেই কয়েকদিনের ছুটি নিয়ে বেড়িয়ে পড়েছেন লোকেশ রাহুল। বন্ধুদের সঙ্গে কায়ারিং এবং পেইন্ট বলেই মজে রয়েছেন লোকেশ রাহুল। তিনি যে এখন অনেকটাই সুস্থ তা কার্যত স্পষ্ট।
এবারের আইপিএল চলাকালীনই কুঁচকিতে চোট পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আর তাতেই কার্যত সমস্যা বেড়েছিল ভারতীয় দলের অন্দরে। সেই ম্যাচে চোট পাওয়ার পর সআর মাঠেনামতে পারেননি লোকেশ রাহুল। ফিল্ডিং করার সময়ি বাউন্ডারি লাইনে বল বাঁচাতে গিয়েচোট পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন লোকেশ রাহুল। সেই ম্যাচেপ্যাড ও গ্লাভস পরে তৈরি তাকলেও শেষপর্যন্ত মাঠে নামতে পারেননি লোকেশ রহুল।সেই থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। কয়েকদিন আগে শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চেও নামতে পারেননি তিনি।
চোটের জন্য আইপিএলের মাঝপথ থেকেই ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ চলছে ভারতীয় দলের। সেখানে টেস্ট সিরিজ জয়ের পর ওডিআই সিরিজে নেমেছে টিম ইন্ডিয়া। আগামী ১ অগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টেস্টে সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। যদিও সেই দলেও নেই লোকেশ রাহুল। এনসিএ-তে জোর কোদমে প্রস্তুতি্ চালাচ্ছেন এই তারকা ক্রিকেটার। বেশ কয়েকদিন আগে থেকে নেট সেশনও শুরু হয়ে গিয়েছে তাঁর। শোনাযাচ্ছে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জসপ্রীত বুমরার সঙ্গে নাকি ভারতীয় দলে ফিরতে পারেন এই তারকা ক্রিকেটারও।
আগামী অগস্ট মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। এই সপ্তাহেই নাকি সেই সিরিজের দলও ঘোষণা হতে চলেছে। যদিও সেখানে শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বেলবে। তবে লোকেশ রাহুল সেইসিরিজে সুযোগ পেতে পারেন বলেই মনে করছেন অনেকে। এই মুহূর্তে এনসিএ-তেই রিহ্যাব চলছে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের। যদিওসেই প্রস্তুতির মাঝে কয়েকদিনেরক বিরতি নিয়েছেন লোকেশ রাহুল।
বন্ধুদের সঙ্গে চুটির মেজাজেই রয়েছেন এই তারকা ক্রিকেটার। এই বছরই ভারতের ঘরের মাঠে বসতে চলেচে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপের আসর।সেখানে এই তারকা ক্রিকেটার নামতে পারেন কিনা তা নিয়েও জল্পনা অব্যহত রয়েছে।
The post ফিটনেস প্রস্তুতির মাঝেই এনসিএ থেকে কয়েকদিনের বিরতিতে লোকেশ রাহুল appeared first on CricTracker Bengali.