Sourav Ganguly. ( Photo Source: Twitter )
ক্রিকেটপ্রেমীদের জন্য বড়দিনের আগে সুখবর। বঙ্গ ক্রিকেটে এবার আসতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লীগ। এটি হতে চলেছে সম্পূর্ণ আইপিএলের ধাঁচেই। এই রাজ্যে ক্রিকেট মানচিত্রকে নতুনভাবে সাজাতে উদ্যোগী হয়েছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্য ক্রিকেট প্রশাসনিক সংস্থা সিএবির তরফেই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এহেন উদ্যোগ যে বাংলার মহারাজের মস্তিষ্কপ্রসূত তা বুঝতে বিশেষ কালঘাম ছোটাতে হয় না। মনে করা হচ্ছে উদ্বোধনী বছর থেকেই বাংলার এই লীগ দেশব্যাপী প্রথম শ্রেণীর ক্রীড়া চ্যানেলে টেলিকাস্ট করা হবে। সেই বিষয়ে কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে মহিলা ও পুরুষদের টি-টোয়েন্টি লিগ চালু করা হবে। যা আপাতত দেশজুড়ে বাংলাতেই প্রথমবার পরিকল্পনা করা হচ্ছে। অন্যান্য রাজ্যে এর আগে আইপিএলের ঢংয়ে ফ্রাঞ্চইজি লীগ চালু হলেও তা শুধুমাত্র পুরুষ ক্রিকেটারদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সিএবিএ ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে পুরুষ ও মহিলা উভয় দলের জন্যই এই উদ্যোগ নেওয়া হবে। পুরুষদের লিগ হবে ইডেনে আর মেয়েদের খেলা মূলত সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাঠে আয়োজিত হবে। এই সিদ্ধান্তের মাস্টারপ্ল্যান তৈরীর দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। এছাড়াও প্রাক্তন ক্রিকেটার ও সিএবি কর্তা সঞ্জয় দাস, প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের তৎপরতায় এই লীগের নকশা তৈরী করছেন। গত বছরই ভারতীয় বোর্ডের অনুমোদন তারা আদায় করেছেন। আশা করা হচ্ছে খুব শিগগিরই নতুন বছরের জুন মাসের মধ্যে এই লিগ চালু করা যেতে পারে। যুদ্ধকালীন তৎপরতায় এই অসামান্য উদ্যোগের বাস্তবায়নের মাঠে নেমে পড়েছেন বাংলার ক্রীড়াকর্তারা। সম্ভবত ২০২৪ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে নতুন লিগ চালু করার কথা ঘোষণা করতে চলেছে সিএবির দপ্তর।
এছাড়াও শোনা যাচ্ছে পুরুষদের লীগের নেতৃত্বে যেরকম সৌরভ থাকবেন, অন্যদিকে মহিলাদের লীগের মুখ হতে চলেছেন ঝুলন গোস্বামী।
এক্ষেত্রে বাংলা প্রিমিয়ার লিগের দল হিসেবেও নাকি বড়সড়ো চমক এর সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। সৌরভের সঙ্গে সিএবি কথাবার্তা বলে জানিয়েছে আইপিএলের কয়েকজন নামই ফ্রাঞ্চাইজি মালিক এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স যেরকম রয়েছে, অন্যদিকে আম্বানি পরিবারের মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টসও এই উদ্যোগে এগিয়ে এসেছে। এই তিনটি ফ্রেন্ডের শীর্ষ স্তরে সৌরভ নিজেই কথা বলেছেন। মূলত দেখা গেছে কয়েকটি রাজ্যে এভাবে টি-টোয়েন্টি লিগ চালু হয়ে গেলেও আইপিএল ফ্রাঞ্চাইজির কোন দল সেখানে নেই। আইপিএল ও বিসিসিআইয়ের তরফে কোন নির্দিষ্ট নিয়মও নেই আইপিএল ফ্রাঞ্চাইজি দলগুলি রাজ্য লিগে অংশ নিতে পারবে না। টলিউডের বহু নামই তারকাও এর সাথে যুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই বর্ষশেষে বেঙ্গল প্রিমিয়ার লিগ নিয়ে মানুষের প্রত্যাশাার পারদ তুঙ্গে রয়েছ।
The post বঙ্গ ক্রিকেটে এবার আসতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লীগ appeared first on CricTracker Bengali.










