Ben Stokes. ( Photo Source: Getty Images )
প্রায় ২৫১ দিন পর বল হাতে আন্তর্জাতিক মঞ্চে ফিরলেন বেন স্টোকস। সেখানেই তাঁর প্রথম উইকেট রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়কের উইকেট নিয়েই ফের একবার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বোলিংয়ের যাত্রা শুরু করলেন ব্রিটিশ অধিনায়ক। প্রথম যাত্রাতেই তাঁর শিকার ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিনের পর দ্বিতীয় দিনও ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁকেই ক্লিন বোল্ড করে সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন বেন স্টোকস। আর তাতেই কার্যত হতবাক সকলে।
প্রথম দিনই কেরিয়ারের অন্যতম অর্ধশতরান পেয়েছিলেন রোহিত শর্মা। দ্বিতীয় দিনও দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁক সামনে কোনও ব্রিটিশ বোলারও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারছিলেন না। সেইসঙ্গে রোহিত শর্মাও ছিলেন বেশ আক্রমণাত্মক মেজাজে। তবে সেঞ্চুরী করার পর বেশীক্ষণ মাঠে থাকতে পারেননি এই তারকা ক্রিকেটার। বোলিং করতে এসেই রোহিত শর্মাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস। দীর্ঘ ২৫১ দিন বোলিং করতে এসে রোহিত শর্মার উইকেট নিয়েই যাত্রাটা শুরু করলেন তিনি।
২৫১ দিন পর বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন বেন স্টোকস
২০২৩ সালেই ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন বেন স্টোকস। সেই থেকেই তাঁর এবং ব্রেন্ডন ম্যাকালামের হাত ধরে দুরন্ত গতিতে এগোতে শুরু করেছিল ব্রিটিশ বাহিনী। এশিয়ায় পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে তারা নতুন নজির তৈরি করেছিল। তবে ইংল্যান্ডের টেস্টে বিজয় রথ থেমেছে ভারতের বিরুদ্ধে। ভারতের মাটিতে এই টেস্ট সিরিজে হেরে গিয়েছে ব্রিটিশ বাহিনী। শেষ টেস্টেও যেভাবে ভারতীয় দল খেলছে সেখানেও এখনও পর্যন্ত পাল্লাভারী রয়েছে ভারতীয় দলের দিকেই।
STAT: After 251 Days Ben Stokes bowled in international cricket and took a wicket.#INDvENG
— CricTracker (@Cricketracker) March 8, 2024
এই সিরিজেও শুরু থেকে বেন স্টোকসকে বোলিং করতে দেখা যায়নি। শোনাযাচ্ছিল যে তাঁকে নাকি ব্যাটিং স্পেশ্যালিস্ট হিসাবেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সিরিজে। কিন্তু শেষপর্যন্ত ধরমশালাতেই বেন স্টোকসকে ফের একবার বল হাতে দেখা গেল। আর বোলিং করেও যথেষ্ট সফল হয়েছেন এই তারকা ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বল হাতে ফিরেই রোহিত শর্মার উইকেট তুলে নিলেন তিনি। রোহিতকে কার্যত হতবাক করেই উইকেটটা তুলে নিয়েছেন তিনি।
২০২৩ সালের সুরু থেকেই হাঁটুর সমস্যায় ভুগছেন এই তারকা ক্রিকেটার। অস্ত্রোপচারের পর মাঠে ফিরলেও বল হাতে কখনোই দেখা যায়নি বেন স্টোকসকে। ব্যাটার হিসাবেই কার্যত মাঠে নেমেছিলেন তিনি। ধরমশালাতেই ফের একবার অল রাউন্ডার বেন স্টোকসকে দেখা গেল।
The post বল হাতে মাঠে ফিরেই রোহিত শর্মার উইকেট তুলে নিলেন বেন স্টোকস appeared first on CricTracker Bengali.