Virat Kohli. ( Image Source: Twitter )
বল হাতে তাঁকে আগেও দেখা গিয়েছে। কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে বিরাট কোহলিকে বল হাতে এর আগে খুব একটা বেশী দেখা যায়নি। সেটাই এবার দেখা গেল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে দেখা গেল বিরাট কোহলিকে। আর সেটা দেখেই কারযত আপ্লুত পুণের অসংখ্য দর্শক। পুণের স্টেডিয়ামে অগুন্তী সমর্থক এদিন সেই বিরল মুহূর্তেরই স্বাক্ষী থাকল। হার্দিক পান্ডিয়ার বাকি ওভারটা বল হাতে সামলে দিলেন বিরাট কোহলি। সেই ছবি কার্যত সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এবার। প্রায় ছয় বছর পর বল হাতে বিরাট কোহলি।
এদিন হার্দিক পান্ডিয়া বোলিং করার সময় চোট পেয়ে হঠাত্ই মাঠ ছেড়ে বেড়িয়ে গিয়েছিলেন। স হার্দিক পান্ডিয়ার হঠাত্ এমন চোট পাওয়া যে ভারতীয় সিবিরে চিন্তার ভাঁজ ফেলেছেন তা বলার অপেক্ষা রাখে না। মনাত্র তিন বল করার পরই মাঠ ছাড়তে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেই সময়ই দেখা যে হঠাত্ই রোহিত শর্মা বিরাট কোহলিকে ডেকে নেন। বাকি তিন বল করার জন্য বিরাট কোহলির হাতেই দায়িত্ব তুলে দিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।
৩ বল করে এদিন ২ রান দিয়েছিলেন বিরাট কোহলি
প্রিয় তারকাকে বল হাতে মাঠে দেখেই উচ্ছ্বাসে মেতেছিলেন পুণের স্টেডিয়ামে থাকা অসংখ্য সমর্থক। হবে নাই বা কেন, বিরাট কোহলিকে তো সচরাচর বল হাতে দেখা যায়নি। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখালেও কখনও সেভাবে বল নিয়ে হাত ঘোরাতে দেখা যায়নি বিরাট কোহলিকে। এবার সেটাও বিশ্বকাপের মঞ্চে দেখা গেল। হার্দিক পান্ডিয়ার বাকি ওভারটা বল করে বিরাচ কোহলিই সামাল দিলেন। এদিন তন বল করেছেন বিরাট কোহলি। সেখানেই রান দিয়েছেন মাত্র ২।
Virat Kohli Bowling🎳 after so many years. Crowds are enjoying it in #Pune .#INDvsBAN #BCCI #BookMyShow #ViratKohli𓃵 #ViratKohli #indiavsbangladesh #IndianCricketTeam #HardikPandya #ICCCricketWorldCup pic.twitter.com/MwxDRZV6lg
— SHASHIKANT YADAV (@ShashikantY10) October 19, 2023
বিরাট কোহলির সেই ছবি দেখার পর থেকেই আপ্লুত সকলে। সেখানেই স্টেডিয়ামে দেখা গিয়েছিল বিরাট উন্মাদনা। প্রিয় তারকার এমন পারফরম্যান্স দেখে উচ্ছ্বাসে ভাসাটাই স্বাভাবিক। এবার বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে কেমন পারফরম্যান্স দেখান তিনি সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন পুণের স্টেডিয়ামের অসংখ্য সমর্থক। বিরাট কোহলিকে নতুন অবতারে দেখে সকলেই আপ্লুত।
এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে বড় রান পেয়েছিলেন বিরাট কোহলি। যদিও পাকিস্তানের বিরুদ্ধে বড় রান করতে পারেননি তিনি। এবার সেই পারফরম্যান্সটাই বিরাট কোহলির ব্যাট থেকে দেখতে চান সকলে। বাংলাদেশের বিরুদ্ধে বরাবরই ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। এবারও সেটাই দেখা যায় কিনা তারই অপেক্ষায় রয়েছেন সকলে।
The post বাংলাদেশের বিরুদ্ধে বোলারের ভূমিকায় বিরাট কোহলি appeared first on CricTracker Bengali.










