Rohit Sharma & Shubman Gill. ( Image Source: BCCI/X(Twitter) )
বিশ্বকাপে তিনে তিন করা হয়ে গিয়েছে। এবার ভারতের সামনে লক্ষ্য বাংলাদেশ। আগামী ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের রাস্তাতাতে অনেকটাই এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। যদিও শেষপর্যন্ত কী হয় তা সতো সময়ই বলবে। বাংলাদেশকে হারানোর সেই লক্ষ্য নিয়ে রূবিবারই পুণেতে পৌঁছলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। সেই ধারাই যে বাংলাদেশের বিরুদ্ধেও ধরে রাখতে চলেছেন রোহিত শর্মারা তা বলার অপেক্ষা রাখে না।
গত ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারকতীয় দল। সেখানেই বিধ্বংসী ফর্মে ছিল ভারতীয় দলের ব্যাটার থেকে বোলাররা। বিশেষ করে ভারতীয় দলের বোলাররা সেই ম্যাচে পাকিস্তানের ব্যাটারদের মাথা তুলে দাঁড়াতেই দেয় নি। জসপ্রীত বুমরাহ থেকে কুলদীপ যাদব, অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানের হারের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল। এরপরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দেখা গিয়েছিল ভারত অধিুনায়ক রোহিত শর্মার রানের ঝড়।
গত ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা
সেই পারফরম্যান্সের ধারা যে বাংলাদেশের বিরুদ্ধেও ভারতীয় দল ধরে রাখতে চাইবে তা বলাই বাহুল্য। বিশ্বকাপের আগে শেষবার এশিয়া কাপের মঞ্চে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। সেই প্রতিযোগিতা ভারতীয় দল জিতলেও বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ কিন্তু জিততে পারেনি টিম ইন্ডিয়া। বাংলাদেশের কাছে সেই ম্যাচে হেরে গিয়েছিলেন তারা। সেই কথা মাথায় রেখেই যে বাংলাদেশের বিরুদ্ধে ছক প্রস্তুত করছে ভারতীয় শিবির তা বেশ স্পষ্ট। এছাড়া ভারতের সামনে বেশ কয়েকটা দিন সময়ও রয়েছে এখন। পুণেতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে টিম ইন্ডিয়া।
গত ম্যাচে ব্যাট হাতে অসাধারণ ফর্মে ছিলেন রোহিত শর্মা। এই ম্যাচেও যে তিনি সেই ধারাই অব্যহত রাখবেন সেই ব্যপারেই আশাবাদী সকলে। একইসঙ্গে ফর্মে রয়.েছেন বিরাট কোহলি থেকে লোকেশ রাহুলের মতো তারকা ক্রিকেটাররাও। প্রথম ম্যাচ থেকে ভারতীয় দলের বোলাররাও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন । বিশেষ করে শেষ ম্যাচে জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবের পারফরম্যান্স ভারতীয় দলের আত্মবিশ্বাস যে আরও বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
পরিসংখ্যানের বিচারে অবশ্য ভারতীয় দল অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় দল। এশিয়া কাপের ম্যাচের কথাও ভালভাবেই মাথায় রেখেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপে এগনোর লক্ষ্যে পচা শামুকে একেবারেই পা কাটতে চাইছে না টিম ইন্ডিয়া।
The post বাংলাদেশ বধের লক্ষ্যে পুণে-কে পৌঁছলেন রোহিত শর্মারা appeared first on CricTracker Bengali.










