BAN vs SL (Source: X)
বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে আবার বিতর্ক। একটি আউটের সিদ্ধান্ত ঘিরে মাঠে আম্পায়ারের সঙ্গে বাকবিতন্ডায় জড়ালেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ম্যাচ শেষ হয়ে গেলেও বিষয়টি মেটেনি বলেই শোনা যাচ্ছে। ম্যাচ রেফারির কাছে অভিযোগ করার চিন্তা ভাবনা করছেন ক্রিকেটাররা। পুরোটাই হয়েছে একটি আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। তৃতীয় আম্পায়ার সেটিকে নট আউট দেন। কিন্তু রিভিউ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে বল ব্যাটে লেগেছে। যা নিয়ে পরবর্তীতে ঝামেলা শুরু হয়।
ঘটনাটি ঘটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন। যেখানে ব্যাট করছিলেন সৌম্য সরকার। শ্রীলঙ্কার পেসার বিনুরা ফের্ণান্ডোর বল সৌম্যর ব্যাট ঘেঁষে উইকেট রক্ষকের কাছে যায়। ক্যাচ ধরেন উইকেট রক্ষক। শ্রীলঙ্কা আবেদন করে মাঠের আম্পায়ারকে আউট দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে সিদ্ধান্তটি রিভিউ করেন সৌম্য। রিপ্লে-তে দেখা যায় বল প্রায় ব্যাট ঘেঁষেই বেরিয়ে গিয়েছে। আম্পায়ারের সুবিধার জন্য আল্ট্রা এজের সাহায্য নেওয়া হয়। কিন্তু যে মুহূর্তে স্নিকোমিটারে দাগ পরিলক্ষিত হয়, সেইমুহূর্তে বল ব্যাট অতিক্রম করে গেছে। কিছু সময় শব্দ কিছুটা দেরিতে আসার কারণে এই প্রযুক্তিতে যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়। এক্ষেত্রেও সেটাই হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, আউটের পক্ষে উপযুক্ত প্রমাণ না থাকায় নট আউট দেওয়া হচ্ছে। বাংলাদেশের ইনিংসে সৌম্য সরকারের এই ক্যাচের সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ার বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি শ্রীলঙ্কা শিবির। বিষয়টি নিয়ে মাঠেই যথেষ্ট উত্তেজনা ছড়ায়। ম্যাচে পরাজিত হওয়ার পর দলের সহকারী কোচ নাভিদ নাওয়াজ হুশিয়ারী দিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত করতে ম্যাচ রেফারির দ্বারস্থ হবেন তারা।
বেশ কিছুটা সময় ধরেই মাঠে থাকা দুই আম্পায়ারের সাথে তর্ক করতে দেখা যায় শ্রীলঙ্কার খেলোয়াড়দের। সৌম্য পরে ২৬ রানে আউট হয়ে যান। ওপেনিং জুটিতে বাংলাদেশের হয়ে আসে ৬৮ রান। ম্যাচের পর নওয়াজ জানান সেই সিদ্ধান্ত নিয়ে তাদের হতাশার কথা।
তিনি একটি বিবৃতিতে বলেন, ‘আমরা ফুটেজ বা সেরকম কিছু দেখিনি। কিন্তু এটা স্পষ্ট যে সেখানে একটা স্পাইক লক্ষ্য করা যাচ্ছিল। আমরা সেটা বড় পর্দায় দেখেছি। আমাদের হয়তো বিষয়টা ম্যাচ রেফারির কাছে নিয়ে যেতে হবে এবং দেখতে হবে যে সেখানে আসলে কি হয়েছিল।’
নাওয়াজ মনে করেন, সেই সময় উইকেটটা পেলে হয়তো ম্যাচের ফলাফল বদলেও যেতে পারতো।
The post বাংলাদেশ ম্যাচে বিতর্ক অব্যাহত, আউটের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ জানানোর চিন্তা শ্রীলঙ্কার appeared first on CricTracker Bengali.