Babar Azam and Shadab Khan. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)
৩রা অক্টোবর, মঙ্গলবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে পাকিস্তান। এই ম্যাচটি শুরু হওয়ার আগে পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খানকে বাবর আজমকে নিয়ে মজা করতে দেখা গিয়েছিল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটিতে খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন শাদাব খান।
টসের পর শাদাব খান বলেন, “বাবর ঠিক আছেন, কিন্তু তিনি বিশ্রাম নিতে চেয়েছিলেন। বাবর আজম ফিল্ডিং করবেন এবং জলও বহন করবেন। আমি হলাম সেই ধরণের অধিনায়ক।”
তিনি আরও বলেন, “আমরা শেষ ম্যাচে হেরেছি, কিন্তু আজ জিততে চাই, জেতা হল একটি অভ্যাস।”
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিতে ৫ উইকেটে পরাজিত হয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন দল। পাকিস্তান প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৫ রান তুলেছিল। মহম্মদ রিজওয়ান ৯৪ বলে ১০৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তিনি অপরাজিত অবস্থায় মাঠ ছেড়েছিলেন এবং পরবর্তী খেলোয়াড়দের ব্যাটিং করার সুযোগ করে দিয়েছিলেন। বাবর আজম ৮৪ বলে ৮০ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। সাউদ শাকিল ৫৩ বলে ৭৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন। নিউজিল্যান্ড ৪৩.৪ ওভারে ৫ উইকেটে ৩৪৬ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। রাচিন রবীন্দ্র ৭২ বলে ৯৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। মার্ক চ্যাপম্যান ৪১ বলে ৬৫ রান করে অপরাজিত ছিলেন।
পাকিস্তানের সামনে ৩৫২ রানের লক্ষ্য রাখল অস্ট্রেলিয়া
পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫১ রান তুলতে সক্ষম হল অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ যথাক্রমে ৩৩ বলে ৪৮ রান এবং ৪৮ বলে ৩১ রান করেন। স্টিভ স্মিথ ২৯ বলে ২৭ রান করতে সক্ষম হন। মার্নাস ল্যাবুশেন ৩১ বলে ৪০ রানের একটি সুন্দর ই ইনিংস খেলেন। অ্যালেক্স কেরি বেশি রান করতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল ৭১ বলে ৭৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। জশ ইঙ্গলিসও ভালো রান পেয়েছেন। তিনি ৩০ বলে ৪৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। ক্যামেরন গ্রিন ৪০ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন।
উসামা মীর ৫ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। হারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাদাব খান এবং মহম্মদ নওয়াজ ১টি করে উইকেট নিতে সক্ষম হন। শেষমেশ এই ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
The post “বাবর আজম ফিল্ডিং করবেন এবং জলও বহন করবেন” – অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে পাকিস্তানের অধিনায়ককে নিয়ে মজা করলেন শাদাব খান appeared first on CricTracker Bengali.