Perth Scorchers. (Photo Source: Graham Denholm – CA/Cricket Australia via Getty Images)
১৩ই ডিসেম্বর, বুধবার, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৩-২০২৪-এর সপ্তম ম্যাচে মেলবোর্ন স্টারস এবং পার্থ স্কোর্চার্স একে অপরের মুখোমুখি হবে।
এই মরসুমে নিজেদের প্ৰথম ম্যাচে ব্রিসবেন হিটের কাছে অনেক বড় ব্যবধানে পরাজিত হয়েছিল মেলবোর্ন স্টারস। এই ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৩ উইকেটে ২১৪ রান তুলেছিল ব্রিসবেন হিট। জোয়েল প্যারিস, গ্লেন ম্যাক্সওয়েল এবং নাথান কুল্টার-নাইল ১টি করে উইকেট নিয়েছিলেন। মেলবোর্ন স্টারসের আর কোনো বোলার এই ম্যাচে উইকেট নিতে পারেননি। রান তাড়া করতে নেমে তারা ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। মাত্র ১১১ রানে তাদের ইনিংস শেষ হয়ে গিয়েছিল। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন হিলটন কার্টরাইট। তিনি ২টি চার এবং ৩টি ছয় সহ ১৬ বলে ৩৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন। জো বার্নস এবং গ্লেন ম্যাক্সওয়েল যথাক্রমে ২৩ বলে ২২ রান এবং ১৪ বলে ২৩ রান করেন। শেষমেশ ১০৩ রানে ম্যাচটি জিতে নিয়েছিল ব্রিসবেন হিট। পার্থ স্কোর্চার্সের বিরুদ্ধে মেলবোর্ন স্টারস কামব্যাক করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
পার্থ স্কোর্চার্স তাদের প্ৰথম ম্যাচটিতে মেলবোর্ন রেনেগেডসের মুখোমুখি হয়েছিল। পিচের অবস্থা ভালো না হওয়ায় এই ম্যাচটি ভেস্তে গিয়েছিল। পার্থ স্কোর্চার্স প্ৰথমে ব্যাটিং করতে নেমেছিল এবং স্কোরবোর্ডে ৬.৫ ওভারে ২ উইকেটে ৩০ রান তুলতে সক্ষম হয়েছিল। এরপরেই খেলা বন্ধ হয়ে গিয়েছিল এবং শেষমেশ উভয় দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হয়েছিল।
পিচ কন্ডিশন
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচ পুরোপুরিভাবে ব্যাটিং বান্ধব। তাই আসন্ন ম্যাচটিতে স্কোরবোর্ডে অনেক রান ওঠার সম্ভাবনা রয়েছে। বোলারদের পক্ষে এখানে সফলতা পাওয়া খুবই কঠিন। যে দল টসে জিতবে সেই দল প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।
সম্ভাব্য একাদশ
মেলবোর্ন স্টারস
থমাস রজার্স, স্যাম হার্পার (উইকেটরক্ষক), ক্যাম্পবেল কেলাওয়ে, মার্কাস স্টোইনিস (অধিনায়ক), হিলটন কার্টরাইট, বিউ ওয়েবস্টার, লিয়াম ডসন, উসামা মির, জোয়েল প্যারিস, হারিস রউফ, ব্রডি কাউচ।
পার্থ স্কোর্চার্স
স্টিফেন এস্কিনাজি, কুপার কনোলি, অ্যারন হার্ডি, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার (অধিনায়ক), লরি ইভান্স, নিক হবসন, ঝাই রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, হামিশ ম্যাকেঞ্জি, জেসন বেহরেনডর্ফ।
মেলবোর্ন স্টারস বনাম পার্থ স্কোর্চার্স: হেড টু হেড
ম্যাচ – ২২ | মেলবোর্ন স্টারস – ৮ | পার্থ স্কোর্চার্স – ১৩ | অমীমাংসিত – ১
সম্প্রচার বিবরণী
ম্যাচ – মেলবোর্ন স্টারস বনাম পার্থ স্কোর্চার্স
সময় – দুপুর ১:৪৫ (ভারতীয় সময়)
টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট
The post বিবিএল ২০২৩-২০২৪, ম্যাচ ৭, মেলবোর্ন স্টারস বনাম পার্থ স্কোর্চার্স: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.










