Virat Kohli and KL Rahul. (Photo Source: Pankaj Nangia/Getty Images)
আগামী ৫ নভেম্বর বিশ্বকাপের মঞ্চে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে ভারত। সেই দিনই আবার জন্মদিন প্রাক্তন ভারত অধিনায়কের। এমন একটা সুযোগ যে সিএবিও কাজে লাগাতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না । বিরাট কোহলির জন্মদিনের মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চাইভে সিএবিও। শোনাযাচ্ছে বিরাট কোহলিহ জন্মদিন ঘিরে নানান পরিকল্পনা রয়েছে বঙ্গ ক্রিকেট সংস্থার। গামী ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন উপলক্ষ্যে সমর্থকদের জন্য প্রায় ৭০ হাজার বিরাট কোহলির মুখোশ বিতরণ করার পরিকল্পনা সিএবির।
বিরাট কোহলির জন্মদিন উপলক্ষ্যে সিএবির নানান পরিকল্পনা রয়েছে। সেখানে বিরাটের জন্য যেমন জন্মদিনের কেকের আয়োজন করছে সিএবি। যদিও সবকিছু খুব গোপনেই করতে চাইছে বঙ্গ ক্রিকেট সংস্থা। এবার বিরাট কোহলির জন্য গোটা স্টেডিয়াম তাঁর মুখোশে ঢেকে ফেলতে চাইছে বাংলার ক্রিকেট সংস্থা। বিরাট কোহলির জন্মদিনে বিশেষ সুভেচ্ছা বার্তা দিতেই নাকি এমন পরিকল্পনা। যদিও এখনও পর্য়ন্ত এই বিষয়ে চূড়ান্তভাবে কিছু ঠিক হয়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
৫ নভেম্বর জন্মদিনে ইডেন গার্ডেন্সে খেলতে নামছেন বিরাট কোহলি
এই মুহূর্তে ওডিআই ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের সঙ্গে সেঞ্চুরীর তালিকায় এক আসলনে রয়েছেন বিরাট কোহলি। আর একটা সেঞ্টুরী করতে পারলেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেবেন এই তারকা ক্রিকেটার। বিরাট কোহলিকে নিয়ে ক্রমশই বাড়তে শুরু করেছে প্রত্যাশাটা। কয়েকদিন আগেই তাঁর পঞ্চাশতম সেঞ্চুরী নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল সুনীল গাভাসকরকে।
আগামা ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দলষ। সেখানেই ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরীর প্রত্যাশায় রয়েছেন সকলে। সেখানেই শেষপর্য।ন্ত বিরাট কোহলির তাঁর কাঙ্খিত রেকর্ড গড়তে পারেন কিনা তা তো সময়ই বলবে। ইডেন গার্ডেন্সে সেঞ্চুরী করতে পারলেই ওডিআই ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরীর রেকর্ড চটপকে যাবেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপের মঞ্চে অবশ্য দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেই দিকেই তাকিয়ে রয়েছেন বিরাট ভক্তরা। সেই দিনই আবার বিরাট কোহলির জন্মদিনও রয়েছেয। সেখানেই সেই ম্যাচে বিরাট কোহলির ব্যাট ছেকেও বড় রানের প্রত্যাশায় রয়েছেন সকলে।
এই মুহূর্তে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। সেই দিন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের মুখোশেই গোটা স্টেডিয়াম ছেয়ে দিতে চাইছে বঙ্গ ক্রিকেট সংস্থা। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে আইসিসির অনুমোদনের পরই। সেই বিষয়েই চেষ্টা চালাচ্ছে সিএবি।
The post বিরাট কোহলির জন্মদিনে ৭০ হাজার কোহলি মাস্কের পরিকল্পনা সিএবির appeared first on CricTracker Bengali.










