Virat Kohli. ( Photo Source: Robert Cianflone/Getty Images )
সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। এবার সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কী এবার তাঁকে ছাড়াই নামতে চলেছে ভারতীয় দল। হটাত্ই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। শোনাযাচ্ছে কয়েকদিনের মধ্যেি নাকি বিরাট কোহলির সঙ্গে তাঁর টি টোয়েন্টি ফর্ম্যাটের ভবিষ্যত নিয়ে আলোচনায় বসতে পারেন বোর্ড কর্তা এবং নির্বাচক কমিটির সদস্যরা। তাঁর পরিবর্তে টি টোয়েন্টি বিশ্বকাপে তচিন নম্বর পজিশনে ঈশান কিষাণের কথাই ভাবছেন সকলে।
আগামী বছরেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হব টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে প্রতিটি দল। বিশ্বকাপ শেষের পর থেকে ভারতীয় দলও নেমে পড়েছে সেই প্রস্তুতিতে। সেখানে কিন্তু রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলিও অনুপস্থিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি। আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। সখানেও বিরাট কোহলি ভারতীয় দলের সদস্য নন।
এবারের ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ রনের মালিক বিরাট কোহলি
এবার প্রাক্চতন ভারত অধিনায়ককে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। শোনাযাচ্ছে বিরাট কোহলিকে নাকি টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নাও দেখা যেতে পারে। যদিও এই সম্বন্ধে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কোনওকিছুই জানানো হয়নি বিসিসিআইয়ের তরফে। তবে শোনাযাচ্ছে টি টোয়েন্টি ফর্ম্যাটে তিন নম্বর পজিশনে এমন একজন ক্রিকেটাকে সকলে চাইছেন যিনি মাঠে নেমেই আক্রমণাত্মক পারফর্মযামন্স দেখাতে পারবেন। সেই লক্ষ্যে ঈশান কিষামই এগিয়ে রয়েছেন। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।
আগামী বছরই হবে আইপিএল। দৈনিক জাগরণের একটি খবর অনুযায়ী সেই আইপিএলের মঞ্চই যে বিরাট কোহলির কাছে প্রধান পরীক্ষা তা বলার অপেক্ষা রাখে না। সেখানে বিরাট কোহলি কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখে নিয়ে চূড়ন্ত সিদ্ধান্ত নিত পারেন ভারতীয় দলের নির্বাচকরা। এরপরই বিরাট কোহলির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্ত এবং নির্বাচকরা বৈঠকে বসতে পারেন। তাঁর টি টোয়েন্টি ফর্ম্যাটে ভবিষ্যত নিয়ে হতে পারে আলোচনা।
বিরাট কোহলিকে নিয়ে এমন কথাবার্তা শোনা গেলেও, রোহিত শর্মার ক্ষেত্রে ধারমা সম্পূর্ণ আলাদা। শোনাযাচেছে টি টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মার নতৃত্বেই নামতে চলেছে ভারতীয় দল। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
The post বিরাট কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপ ভবিষ্যত্ নিয়ে জল্পনা তুঙ্গে appeared first on CricTracker Bengali.










