Virat Kohli. (Photo Source: Matthew Lewis-ICC/ICC via Getty Images)
খারাপ সময় কাটিয়ে ভাল ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। ২০২২ সাল থেকেই ফের নিজের পুরনো ফর্মে ফিরেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেইসঙ্গেই বিরাট কোহলিকে নিয়ে ফের চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। এখন শুধুই বিরাট কোহলির ব্যাট থেকে শততম সেঞ্চুরী দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ব্রায়ান লারা। তাঁর মতে শততম সেঞ্চুরী পাওয়াটা বিরাট কোহলির কাছে অত্যন্ত কঠিন একটা কাজ। এই লক্ষ্যে বিরাট কোহলির পৌঁছনো নিয়ে খুব একচা নিশ্চিত নন ব্রায়ান লারা।
এবারের বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। সেখানেই সচিন তেন্ডুলকরের একের পর এক রেকর্ড ভেঙে সকলের মনে প্রত্যাশার পারজদটা তিনিই চড়িয়ে দিয়েছেন এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও তিনটি সেঞ্চুরী করা হয়ে গিয়েছে বিরাট কোহলির। শুধুমাত্র তাই নয় এবারের বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিকও তিনিই। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই বিরাট কোহলির শততম সেঞ্চুরী দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ওডিআই বিশ্বকাপের মঞ্চেই ৫০তম সেঞ্চুরী করেছেন বিরাট কোহলি
তবে বিরাট কোহলির এই লক্ষ্যে পৌঁছনো নিয়ে খুব একটৈা নস্চিত নন ব্রায়ান লরা। তাঁর মতে বিরাট কোহলিকে শততম সেঞ্চুরী পেতে এখনও ২০টি শতরান করতে হবে। যা একপ্রকার অসম্ব বলেই মনে করছেন তিনি। বিশেষ করে বিরাট কোহলির এখন যে বয়স তাতে সেঞ্চুরীর সেঞ্চুরী করাটা নাকি তাঁর কাছে অন্যতম কঠিন কাজই হতে চলেছে বলে মনে করছেন ব্রায়ান লারা। তবে বিরাট ভক্তরা যে একেবারোই তা মনে করেন না তা বলার অপেক্ষা রাখে না। বিরাট কোহলির ভক্তদের চোখে এখন শুধুই এই নতুন রেকর্ড দেখার স্বপ্ন।
ব্রায়ান লরা এই প্রসঙ্গে জানিয়েছেন, “এখন কত বয়স বিরাট কোহলির? এই মুহূর্তে বিরাট কোহলির বয়স ৩৫। তাঁর ৮০টি সেঞ্চুরী রয়েছে। কিন্তু সেই রেকর্ড গড়তে এখনও ২০টি সেঞ্চুরী প্রয়োজন রয়েছে তাঁর। এখন তিনি যদি প্রতি বছরেই পাঁচটি করে সেঞ্চুরী করেন, তবে এখনও চারটে বছর লাগবে বিরাট কোহলির সচিন তেন্ডুলকরের রেকর্ড ছোঁয়ার জন্য। বিরাট কোহলির সেই সময় ৩৯ বছর বয়স হবে। এই কাজটা বিরাট কোহলির কাছে সত্যিই অত্যন্ত কঠিন”।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেই বিরাট কোহলি সচিন তেন্ডুলকরের ওডিআই ফর্ম্যাটে সেঞ্চুরীর রেকর্ড ভেঙেছিলেন। এই মুহূর্তে ওডিআইতে ৫০টি সেঞ্চুরীর মালিক বিরাট কোহলি। আর তাতেই যে তাঁকে নিয়ে সকলের প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।
The post বিরাট কোহলির সেঞ্চুরীর সেঞ্চুরী করার সুযোগ অনেক কম, মনে করছেন ব্রায়ান লারা appeared first on CricTracker Bengali.










