বিরাট কোহলি ও লোকেশ রাহুলের হাত ধরে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ ওডিআই রান ভারতের

সেপ্টে. 11, 2023

Spread the love

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images)

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরীতে ভর করেই পাকিস্তানের বিরুদ্ধে এওক নয়ারেকর্ড গড়ল ভারত। ওডিআই ফর্ম্যাটে পাকিস্তানের  বিরুদ্ধে সর্বোচ্চ রান করার নয়া রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। সেইসঙ্গেই তাঁর এবং লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরীতে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ল ভারত। এদিন সুপার ফোরের মঞ্চে ২ ুইকেটে ৩৫৬ রান করেছে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ভারতীয় দল জিততে পারে কিনা সেটাই এখন সেটাই এখন দেখার।

প্রথম দিন বৃষ্টির জন্য ম্যাচ হয়নি। সোমবার রিজার্ভ ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল  ভারত। সেই সময় ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তাদের ঘিরে প্রত্যাশার পারদ সেই থেকেই চড়তে শুরু করেছিল। সেখানে একেবারেই হতাশ করেননি তারা।বরং কলম্বোর প্রেমদাৈাসা স্টেডিয়ামে এদিন দেখাগেল বিরাট ও রাহল ঝড়। আআর সেই ঝড়ের সামনেই খরকুটোর মতো উড়ে গেল  পাকিস্তানের বোলিং লাইনআপ। শাহিন আফ্রিদি, শাদাব খানরা এদিন মাথা তুলে দাঁড়াতেই পারলেন না।

এই ম্যাচেই ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ১৩ হাজার রান করলেন বিরাট কোহলি

প্রথম দিকে বিরাট কোহলি খানিকটা ধীরে চলো নীতিই নিয়েছিলেনষ। কিন্তু লোকেশ রাহুল ছিলেন বিধ্বংলী ফর্মে। শুর থেকরেই আক্রমণাত্মক ইনিংস খেলা শুরু করেছিলেন। এরপর সময়যত এগোতে থাকে বিরাট কোহলি্ও ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছিলেন।  এদিন তাদের দুজনকে আর সাজঘরে ফেরানো সম্ভব হয়নি পাকিস্তানের বোলারদের। যে শাহিন আফ্রিদি  এর আগে বিরাট কোহলিকে সবচেয়ে বেশীবার আউট করেছিলেন, তাঁরই একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন বিরাট কোহলি। সঙ্গে যোগ্য সঙ্গত লোকেশ রাহুলেরও।

Innings Break!

A brilliant opening partnership between @ImRo45 & @ShubmanGill, followed by a stupendous 233* run partnership between @imVkohli & @klrahul as #TeamIndia post a total of 356/2 on the board.

Scorecard – https://t.co/kg7Sh2t5pM#INDvPAK pic.twitter.com/2eu66WTKqz

— BCCI (@BCCI) September 11, 2023

চোট সারিয়ে এই ম্যাচ দিয়েই ফিরেছিলেন লোকেশ রাহুল। তাঁর ব্যাট থেকেও ছিল রানের ঝড়।  ওডিআই কেরিয়ারের ছয় নম্বর সেঞ্চুরাী পেলেনেই তারকা ক্রিকেটার। একইসঙ্গে কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়েছেন বিরাট কোহলিও। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ওডিআই ফর্ম্যাটে ৪৭তম সেঞ্চুরী পেলেন বিরাট কোহলি। সেইসঙ্গ গড়লেন এক বি্রাট পার্টনারশিপও। পাকিস্তানের বিরুদ্ধে ২৩৩ রানের অপরাজিত পার্টনারশিপ গেড়েছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। আর তাতেই কার্যত রানে পাহাড়ে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের হয়ে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বিরাট কোহলি। এই ম্যাচেই ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ১৩ হাজার রান করার রেকর্ডও গড়লেন বিরাট কোহলি।

তাঁর গোটা ইনিংসটি সাডানো রয়েছে ৯টি বাউন্ডারি এূং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। একইসঙ্গে বিরাট কোহলির শেষ বলে হাঁকানো ওভার বাউন্ডারি দিয়েই পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান করার রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়া। এর আগে ৩৫০ রকানই সর্বোচ্চ ছিল ভারতের। এদিন ৩৫৬রান করেছেন ভারত।

The post বিরাট কোহলি ও লোকেশ রাহুলের হাত ধরে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ ওডিআই রান ভারতের appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador