David Warner. ( Image Source: Twitter )
বিশ্বকাপের শুরুটা সেভাবে করতে না পারলেও সময় যত এগোচ্ছে ততই নিজডের সেরা পারফরম্যান্স দেখাতে শুরু করেছেন ডেভিড ওয়ার্নার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও ডেভিড ওয়ার্নারের ব্যাটে বড় রানের ঝলক। সেইসঙ্গেই ভেঙে দিলেন বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলির রেকর্ডও। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৮১ রানের ইনিংস খেলার পরই বিরাট কোহলিকে টপকে ওডিআই বিশ্বকাপের মঞ্চে ১৪০৫ রানের মালিক অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার। তাঁর এই নতুন রেকর্ডেই আপ্লুত সকলে। বিশ্বকাপে বিরাট কোহলির রান এখনও পর্যন্ত ১৩৮৪।
এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। প্যাট কামিব্সের সেই সিদ্ধান্তটা যে একেবারেই সঠছিক ছিল তা ওপেন করতে নেমেই বুজিয়ে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড। শুরু থেকেই নিউ জিল্যান্ডের বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ছিলেন তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এদিন বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরীর হ্যাটট্রিক করার ুসযোগ ছিল ডেভিড ওয়ার্নারের সামনে। যদিও শেষপর্যন্ত তা আর হয়নি। ৮১ রানেই থামতে হয়েছিল ডেভিড ওয়র্নারকে। কিন্তু সেই সময়ই বিরাট কোহলির রেকর্ড টপকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬৫ বলে ৮১ রানের ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার
এদিন ডেভিড ওয়ার্নার যখন ব্যাটিং করতে নেমেছিলেন সেই সময় ওডিআই বিশ্বকাপের মঞ্চে তাঁর রান ছিল ১৩২৪। বিরাট কোহলির থেকে বেশ খানিকটা পিছিয়ে থেকেই নেমেছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন এই তারকা ক্রিকেটার। অর্ধশতরান করার পরই বিহরাট কোহলির রান টপকানোর কাছে পৌঁছে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। যদিও সেই লক্ষ্যে পৌঁছতে তাঁর খুব একটা বেশী সময় লাগে নি। সেটাই করে দেখালেন তিনি। এদিন দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন ডেভিড ওয়ার্নার।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই তাঁর ব্যাটে ছিল চার ও ছয়ের বন্যা। বোল্ট থেকে ম্াট হেনরি, লোকি ফার্গুসনদের মাথা তুলে দাঁড়ানোর সুযোগই দেননি এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে ট্রেভিস হেডের সঙ্গে ১৭৫ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তিনি। আর সেটা দেখার পর থেকেই আপ্লুত সকলে। ডেভিড ওয়ার্নার এদিন ৮১ রানের ইনিংস খেলেছিলেন।
সেখানেই ডেভিড ওয়ার্নারের ৮১ রানের ইনিংস জুড়ে সাজানো ছিল পাঁচটি চার ও ৬টি ছয় দিয়ে। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই আপ্লুত হয়েছেন সকলে। চলতি বিশ্বকাপের মঞ্চে শেষ তিন ম্যাচের মধ্যে দুটো সেঞ্চুরীর সঙ্গে এই ম্যাচে ৮১ রানের ইনিংস খেলেছেন তিনি।
The post বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলির রান টপকে গেলেন ডেভিড ওয়ার্নার appeared first on CricTracker Bengali.










