Shreyas Iyer. (Photo by Joe Allison/Getty Images)
এশিয়া্ কাপে শ্রেয়স আইয়ারের খেলার সম্ভাবনা কার্যত নেই। লোকেশ রাহুল ফেরার জন্য প্রস্তুত থাকলেও শেষপর্যন্ত এবারের এসিয়াকাপে শ্রেয়স আইয়ারের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। শ্রেয়স আইয়ারের এবারের বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়েও একটা জল্পনা শুরু হয়েছিল। সেখানেই শেষপর্যন্ত খানিকটা স্বস্তির বার্তা দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে শ্রেয়স আইয়ারের ফিটনেস ট্রেনিং একেবারে সঠিক পথেই এগোচ্ছে। বিশ্বকাপের মঞ্চে শ্রেয়স আইয়ারকে পাওয়া নিয়ে য়থেষ্ট আশাবাদী ভারতীয় দলের তারকা অধিনায়ক রোহিত শর্মা।
এবারের বর্ডার গাভাসকর ট্রফি চলার সময়ই চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। এরপর থেকেই আর বাইশগজে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। এবারের আইপিএলও খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁকে ছাড়াই নামতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। সেই সময়ই অস্ত্রোপচার হয়েছিল ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের। সেই থেকেই কবে শ্রেয়স আইয়ার ভারতীয় দলে ফিরতে পারেন তা নিয়েই চলছে নানান জল্পনা। সামনেই রয়েছে এশিয়া কাপ প্রতিযোগিতা। সেখানেও শ্রেয়স আইয়ারের খেলা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল।
বর্ডার গাভাসকর ট্রফির সময়ই চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার
কিন্তু শেষপর্যন্ত সেই প্রতিযোগিতায় শ্রেয়স আইয়ারের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। বেশ কয়েকদিন আগে থেকেই এনসিএ-তে রিহ্যাব চললেও এখনও পর্যন্ত নাকি একশো শতাংশ ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি। তবে এই এশিয়া কাপের মঞ্চেই ফিরতে চলেছেন লোকেশ রাহুল। একইসঙ্গে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও শেষপর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাও। এই খবর যে ভারতীয় দলের অন্দরে স্বস্তি ফেরানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। এবার রোহিত শর্মার মুখে শ্রেয়স আইয়ারকে নিয়েও খানিকটা স্বস্তির সুর শোনা গেল। তাঁর নাতি ফিটনেট ট্রেনিং একেবারে সঠিক পথেই এগোচ্ছে। বিশ্বকাপের ম়ঞ্চে এই তারকা ক্রিকেটারকে নিয়ে আশাবাদী রোহিত শর্মা।
এই প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, “ফুট ফিটনেসের রাস্তাতেই রয়েছেন শ্রেয়স আইয়ার। বিশ্বকাপের মঞ্চে তাঁকে নিয়ে আমরা সকলে আশাবাদী”।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছে ভারতীয় দল। সেখানে অবশ্য বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। আপাতত দু সপ্তাহ বিশ্রাম দেওয়া হয়েছে এই দুই তারকা ক্রিকেটারকে। এরপরই অবশ্য এনসিএ-তে যোগ দেবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অগস্টের শেষেই এশিয়া কাপের মঞ্চে নামবে টিম ইন্ডিয়া। এরপরই ভারতের সামনে রয়েছে বিশ্বকাপের লড়াই। সেখানেই শেষপর্যন্ত শ্রেয়স আইয়ার ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।
The post বিশ্বকাপের মঞ্চে শ্রেয়স আইয়ারকে পাওয়া নিয়ে আশাবাদী অধিনায়ক রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.