বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের জেরে নির্বাচকের পদ ছাড়লেন ইঞ্জামাম উল হক

অক্টো. 30, 2023

Spread the love

Inzamam-ul-Haq. (Photo by Rana Sajid Hussain/Pacific Press/LightRocket via Getty Images)

বিশ্বকাপে সময় যত এগোচ্ছে ততই পাকিস্তান ক্রিকেটে ডামাডোল বেড়েই চলেছে। বিশ্বকাপ পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে এই মুহূর্তে সমালোচনার ঝড় উঠেছে। শেষ চার ম্যাচে হেরে কার্য়ত িবশ্বকাপের বািরেই চলে গিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতেই এবার পাকিস্তান ক্রিকেটের প্রধান নিরাবচকের পদসথেকে সরে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার ইঞ্জামাম উল হক। আর সেই খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ। স্বার্থ সংঘাতের অভিযোগ ওঠার পরই যে এমন সিদ্ধান্ত তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে।

এবারের বিশ্বকাপের মঞ্চে একাবেরই ভাল পারফর্ম্যান্স দেখাতে পারছে না পাকিস্তান। চলতি বিশ্বকাপে প্রথম দুটো ম্যাচে জিতলেও শেষ চারটির মধ্যে একটিও ম্যাচে জিততে পারেনি পাক বাহিনী। সেখানেই ভারত, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছেন বাবর আজমদের। এরপর থেকেই পাকিস্তান ক্রিকেট দল নিয়ে সমালোচনার ঝড়টা বইতে শুরু করেছিল। সেই সময়ই পাকিস্তান মিডিয়াতে দল নির্বাচন নিয়েও নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। সেখানেই স্বার্থ সংঘাতের অভিযোগ তুলতেও পিছপা হননি পাকিস্তান মিডিয়ার একাংশ।

চলতি বছরের ৭ অগস্ট প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন ইঞ্জামাম উল হক

এমন অভিযোগই যে কার্যত মেনে নিতে পারছিলেন না ইঞ্জামাম উল হক তা বলার অপেক্ষা রাখে না। সোমবারই পাক  ক্রিকেট বোর্ডের প্রধানের কথাবার্তার পর নিজের পদত্যাগের সিদ্ধান্ত সঘোষণা করে দিয়েছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার। হঠাত্ এমন সিদ্ধান্ত কেন তিনি নিয়েছেন সেই প্রসঙ্গেও অবশ্য মুখ খুলেছেম সদ্য প্রাক্তন হওয়ার পাকিস্তান ক্রিকেটার প্রধান নির্বাচক। পাঁচ সদস্যের ফ্যান্ট ফাইন্ডিং কমিটি তৈরি হওয়ার কথা জানার পরই নিজের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষঁণা করে দিয়েছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার।

পাকিস্তানের একটি মিডিয়াতে পদত্যাগের পর ইঞ্জামাম উল হক জানিয়েছেন,  অভিযেগ উঠেছিল। এরপরই আমি পিসিবির কাছে যাই এবং তাদের কোনওরকম সন্দেহ থাকলে তদন্ত করা হোক। এরপরই আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং আমায় জানানো হয়েছে যে পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। আমরা  ক্রিকেটার এবং সবসময় দেশকে সেবা করার জন্য প্রস্তুত রয়েছি। সেই সময়ই আমি তদন্তের মুখোমুকি হচ্ছি এবং এই পরিস্থিতিতে সরে দাঁণড়ানোটাই সঠিক।

এই বছরের ৭ অগস্ট পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন ইঞ্জামাম উল হক। এর আগে ২০১৬ সালে প্রথমবার েই দায়িত্ব সামলেছিলেন তিনি।  কিন্তু তিন মাসের মধ্যেই সেই দায়িত্ব থেকে এবার সরে যেতে হল ইঞ্জামাম উল হককে।

The post বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের জেরে নির্বাচকের পদ ছাড়লেন ইঞ্জামাম উল হক appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador