David Willey. ( Image Source: Twitter )
বিশ্বকাপে ইংল্যান্ডের অবস্থা এবার খুবই খারাপ। ভারতের কাছে হারের পর কার্যত বিশ্বকাপের ম়্চে এবারের মতো ইংল্যান্ডের অভিযান শেষ হয়ে গিয়েছে। এরমাঝেই ব্রিটিশ শিবিরে ফের একটা ধাক্কা। হঠাত্ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড উইলি। যদিও কেন এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেই প্রসঙ্গে স্পষ্টভাবে কিছু জানাননি। কিন্তু এই বিশ্বকাপের মঞ্চে তাদের পারফরম্যান্সের জন্য যে এই সিদ্ধান্ত নয় তা স্পষ্ট করে দিয়েছেন ডেভিড উইলি।
গতবারের বিশ্বকাপের মঞ্চে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এবারও বিশ্বকাপের আগে দুরন্ত ফর্মে ছিল ব্রিটিশ বাহিনী। স্বভাবতই বিশ্বকাপের মঞ্চে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নেমেছিল ইংল্যান্ড। কিন্তু শেষরক্ষা করতে পারেনি তারা। এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে ইংল্যান্ড। শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে ভাল বোলিং পারফরম্যান্স দেখালেও, খারাপ ব্যাটিংয়ের জন্য হারতে হয়েছিল তাদের। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের সমস্ত আশা শেষ। সেই ম্যাচ শেষ হওয়ার দু দিনের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড উইলি।
চলতি বিশ্বকাপের মঞ্চে পাঁচটি উইকেট নিয়েছেন ডেভিড উইলি
এবারের বিশ্বকপেই শেষবার দেশের জার্সিতে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে। এবারের বিশ্বকাপের মঞ্চে এখনওপর্যন্ত ইংল্যান্ডের হয়ে ছটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন ডেভিড উইলি। সেখানে যে ডেভিড উইলির পারফরম্যান্স খুব একটা খারাপ তা একেবারেই বলা যাবে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এবারের বিশ্বকাপের মঞ্চে ইতিমধ্যেই তিনটি উইকেট তুলে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। গত ম্যাচে ভারতের বিরুদ্ধেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার আগেই হঠাত্ তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্ত কার্যত সকলকে চমকেই দিয়েছে।
Thank you, David Willey ❤️ pic.twitter.com/4wkeVGAYXq
— England Cricket (@englandcricket) November 1, 2023
এই প্রসঙ্গে ডেভিড উইলি জানিয়েছেন, এই দিনটা আসুক আমি কখনোই চাই নি। ছোটবেলা থেক একটাই স্বপ্ন চিল চোখে। সবসময়ই ইংল্যান্ডের জার্সিতে বাইশগজের লড়াইয়ে নামব। সেই কারণেই অত্যন্ত দুঃখ হচ্ছে যে এবার সেই সিদ্ধান্তটাই নিতে হচ্ছে। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি আমি।
শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। সেখানেই তিনি বিরাট কোহলির উইকেচ তুলে নিয়েছিলেন তিনি। সেইসঙ্গে ভাল বোলিং পারফরম্যান্সও প্রদর্শন করেচিলেন েই তারকা ক্রিকেটার। যদিও এবার দেশের জার্সি তুলে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড উইলি। ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ফাইনালের শিবিরেও ছিলেন তিনি।
The post বিশ্বকাপ চলার মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ডেভিড উইলির appeared first on CricTracker Bengali.










