বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ, ভারত বনাম ইংল্যান্ডঃ প্রিভিউ, স্কোয়াড, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী

সেপ্টে. 29, 2023

No tags for this post.
Spread the love

IND vs AUS. (Photo Source: SAJJAD HUSSAIN/AFP via Getty Images)

ওডিআই বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নামতে চলেছে ভারতীয় দল।  সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্র্স্তুতি ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। এই ম্যাচেই যে ভারতীয় দল বিভিন্ন জায়গাগুলো দেখে নিতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। গত বৃহস্পতিবারই গুয়াহাটিতে পৌঁছেছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের শেষবারের মতচো একবার দেখে নেওয়ার সুযোগ পাবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ ঘিরে এখন তেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

সদ্য শেষ হয়েছে ভারত বাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। সেখানেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকতেই সেই সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় দল। যদিও শেষ ম্যাচে হারতে হয়েছিল ভারতীয় দলকে। কিন্তু এই সিরিজে ভারতীয় দল ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। সেই দারা যে ইংল্যান্ডের বিরুদ্ধেও তারা ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

আবারএই সিরিজেই ভারতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন রবিচন্দ্রমন অশ্বিন। সেই পারফরম্যান্স দেখানোর পরই বিশ্বকাপের দলেও জায়গা করে নিয়েছেন তিনি। রবিচন্দ্রন অশ্বিনের দিকেও যে এই ম্যাচে সকলের নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না। গুয়াহাটির বর্সাপাড়া স্টেডিয়ামের দিকেই এখন নজর রয়েছে সমগ্র ভারতবাসীর। প্রস্তুতি ম্যাচ হলেও গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড যে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে গুয়াহাটির বর্সাপাড়া স্টেডিয়ামের পিচের দিকেও নজর রয়েছে সকলের।

পিচ কন্ডিশন

গুয়াহাটির বর্সাপাড়া স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটারদের সাহায্য করে এসেছে বরাবর। এই ম্যাচেও তেমনটাই হতে চলেছে। তবে ফ্লাডলাইট জ্বললে সেখানে পেসাররাই খানিকটা বাড়তি সুযোগ পেতে চলেছেন। এই পিচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তই একাবের যথাযথ হবে। সেইসঙ্গে ম্যাচ খানিকটা হাইস্কোরিং হবে বলেই শোনাযাচ্ছে।

ভারত বনাম ইংল্যান্ড হেড টু হেড

ম্যাচ – ১০৬। ভারত – ৫৭। ইংল্যান্ড – ৪৪। ড্র – ২। ফলাফল হয়নি – ৩

ভারত বনাম ইংল্যান্ড স্কোয়াড

ভারতঃ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কেএল রাহুল, ঈশান কিষাণ, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ

ইংল্যান্ডঃ জস বাটলার, মোঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস

ম্যাচ ও সম্প্রচার বিবরণী

ম্যাচ- ভারত বনাম ইংল্যান্ড

সময় – ৩০ সেপ্টেম্বর, ভারতীয় সময় দুপুর ২টো

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি + হটস্টার

The post বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ, ভারত বনাম ইংল্যান্ডঃ প্রিভিউ, স্কোয়াড, পিচ কন্ডিশন ও সম্প্রচার বিবরণী appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8