বিশ্বকাপ ফাইনাল জেতানো এমএস ধোনির ছয়ের বল যে সিটে পড়েছিল, তা এবার নিলামে

সেপ্টে. 14, 2023

Spread the love

MS Dhoni. ( Image Source: Twitter )

২০১১ সালে ঘরের মাঠে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারত। এমএস ধোনির সেই ফাইনালের মঞ্চে ছয় মেরে  ভারতকে বিশ্বকাপ জয়ের মুহূর্ত আজীবন সকলের স্মৃতিতে টাটকা থাকবে তা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ ২৮ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে জিতে  দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। এমএস ধোনির হাঁকানো সেই ছয়ের বল গ্যালারীর যে সিটে পড়েছিল সেই সিটই এবার নিলামের সিদ্ধান্ত নিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েন। আর সেই খবর সামনে আসার পর পরই ধোনি  ভক্তদের উন্মাদনা তুঙ্গে।

২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের আসর বসেছিল। সেখানেই ফাইনালের মঞ্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীরের হাত ধরে ভারতীয় দল শুরুটা ভালভাবে করলেও, মাঝপথে হঠাত্ই কয়েকটা উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই সময়ইই সকলকে চমকে দিয়ে হঠাত্ই ব্যাট হাতে চার নম্বর পজিশনে ব্যাটিং করতে মাঠে নেমে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে।

হঠাত্ই সেদিন পজিশন বদলে চার নম্বরে নেমেছি্লেন এমএস ধোনি

সেদিন শ্রীলঙ্কার তারকা বোলিং লাইনআপের এমএস ধোনিকে আটকানোর রোনও রাস্তা ছিল না। ওয়াংখেড়ের বাইশগজে সেদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্যত শাসন করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মুরলীথরণ থেকে লসিথ মালিঙ্গা সকলের বিরুদ্ধেই এমএস ধোনি ছিলেন সেদিন বিধ্বংসী মেজাজে। আর তাতেই কার্যত শ্রীলঙ্কার সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল। শেষ সময়ে ওয়াংখেড়েতে এক বিশাল ওভার বাউন্ডারি হাঁকিয়েই ভারতকে বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছিলেন ভারতের ক্যাপ্টেন কুল এমএস ধোনি।

সেই স্মৃতি এখনও সকলের মনে টাটকা রয়েছে। সেই বিশ্বকাপের ১২ বছর পর ফের ভারতের মাটিতে একবার বিশ্বকাপের আসর বসতে চলেছে। এবারের বিশ্বকাপেও ওয়াংখেড়ে স্টেডিয়াম বেশ কয়েকটা ম্যাচ পেয়েছে। তার আগেই মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। এমএস ধোনির সেই ছয় ওয়াংখেড়ে স্টেডিয়ামের যে দুই সিটে পড়েছিল সেই দুই সিটই এবারের বি্শ্বকাপের আগে নিলামে তোলার ব্যবস্থা করেছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। আর সেই খবরেই আপ্লুত অগনিত এমএস ধোনি ভক্ত।

আগহামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। অন্যান্য ভেন্যুর সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামেও রয়েছে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ। সেই বিশ্বকাপ শুরু হওয়ার আগে এমএসিএর তরফে এমন খবর সকলকেই আপ্লুত করছে।

The post বিশ্বকাপ ফাইনাল জেতানো এমএস ধোনির ছয়ের বল যে সিটে পড়েছিল, তা এবার নিলামে appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador