Rohit Sharma. (Photo Source: Matt Roberts-ICC/ICC via Getty Images)
ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখালেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। টানা দশ ম্যাচ জিতলেও সেষপর্যন্ত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেই মাঠ ছাড়তে হয়েছিস টিম ইন্ডিয়াকে। আক্ষেপ এখনও যে মিটেছে তা বলা যায়না। অবশেষে সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বিশেষ করে কেমনভাবে সেই পরিস্থিতি কাটিয়ে উঠছেন তিনি এহবং সামনের দিকে এগিয়ে চলেছেন তা বলতে কোনও দ্বিধা নেই এই তারকা ক্রিকেটারের।
এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল যেমন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। তেমনই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে একাধিক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছিলেন তিনি। সেইসঙ্গে ভারীয় অদিনায়ক হিসাবে একটি ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচট্চ রানও করেছিলেন এই তারকা ক্রিকেটার। ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার পারফরম্যান্স দেখে সকলেই আপ্লুত। কিন্তু ফাইনাল হারের সেই ক্ষত ভুলতে পারছেন না ভারতীয় দলের অধিনায়ক। সেই জায়গা থেকেই কেমনভাবে তিনি এগিয়ে চলেছেন সেই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন ভারতীয় দলের অধিনায়ক।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ৫৯৭ রান করেছেন রোহিত শর্মা
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে ৫৯৭ রান করেছেন রোহিত শর্মা। কিন্তু বিশ্বকাপের ফাইনালে সেই পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারের পর রোহিত শর্মার হতাশাগ্রস্ত মুখের ছবি সকলেই দেখেছেন। চোখর জলও লুকোতে পারেননি ভারত অধিনায়ক। সেই পরিস্থিতিতেই পরিবার এবং আত্মীয়দের পাশে পেয়েছিলেন তিনি। সেই পরিস্থিতি থেকে বেড়িয়ে আসার জন্য কয়েকদিনের জন্য অন্য কোথাও যাওয়ার পরিুকল্পনাও করেছিলেন তিনি। শেষমেশ কেমনভাবে সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছেন সেই প্রসঙ্গেই জানালেন ভারত অধিনায়ক।
রোহিত শর্মা জানিয়েছেন, সেই ফাইনালের মঞ্চে হারের পর ফিরে আসাটা সত্যিই খুব কষ্টদায়ক ছিল আমার কাছে। সেই জায়গা থেকেই আমি বেড়িয়ে আসতে চাইছিলাম. সেই কারণেই আমি তখন কোথাও একটা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেই সময়ই আমি আবার অনুভব করি যে সকলে আমার কাছে আসছেন এবং আমাদের পারফরম্যান্সের প্রশংসা করছেন। আমাদের পরিশ্রমের প্রশংসা শোনাযাচ্ছিল সকলের মুখ থেকে। সেই প্রতিটা মুহূর্ত আমি অনুভব করছিলাম। আমি বুঝতে পারছিলাম যে আমাদের সঙ্গে তারাও বিশ্বকাপটা তোলার জন্য মরিয়া হয়েছিল। গোটা বিশ্বকাপের সময় প্রচুর সমর্থন পেয়েছি সকলের থেকে।
বিশ্বকাপের পর আপাতত বিশ্রামে রয়েছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওডিআই দুই ফর্ম্যাটেই নেই তিনি। একেবারে টেস্টের মঞ্চেই ফিরতে চলেছেন ভারত অধিনায়ক।
The post বিশ্বকাপ হারের পরিস্থিতি কাটিয়ে ওঠার কথাই জানালেন রোহিত শর্মা appeared first on CricTracker Bengali.










