Rohit Sharma & Shubman Gill. ( Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images )
বিশ্বকাপের মঞ্চে অপরাজিত তকমা ধরে রেখে এগিয়ে চলেছে ভারতীয় দল। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেই ম্যাচ জিততে পারলেই নয়ে নয় করে ফেলবে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে সেই লক্ষ্যেই রয়েছে ভারতীয় দল। একইসঙ্গে নেদারল্যান্ডসের বিরুদ্ধেই বড় রানের লক্ষ্ে রয়েছেন আরেক তারকা ক্রিকেটার শুভমন গিল। এই বছরে দেশের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স দেখালেও সেঞ্চুরী করতে পারেননি তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধেই সেটা তিনি করতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।
সেই লক্ষ্য নিয়েই বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামচে চলেছেন শুভমন গিল। সেখানেই তিনি বড় রান পান কিনা সোটা তো সময়ই বলবে। তবে শুভমন গিল যে বড় রান পেতে মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বুধবার থেকেই সেই প্রস্তুতিতে নেমে পড়েছেন শুভমন গিল, রোহিত শর্মারা। নেটে প্রস্তুতি শুরুর সময় থেকেই বড় শট খেলার অনুসীলন শুরু করে দিয়েছেন শুভমন গিল। আর সেই চেষ্টা থেকেই কার্যত শুভমন গিলের লক্ষ্যের যে একটা আভাস পাওয়া যাচ্ছে তা বলাই বাহুল্য।
চলতি বিশ্বকাপের মঞ্চে শুভমন গিলের সর্বোচ্চ স্কোর ৯২
এবারের বিশ্বকাপের মঞ্চে দুটো অর্ধশতরান পেয়েছেন শুভমন গিল। সেখানেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯২ রান করেছিলেন শুভমন গিল। কিন্তু সেঞ্চুরী করতে পারছেন না। এই বছরে ।েভাবে নিজের পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই ধার বিশ্বকাপের মঞ্চে দেখাতে পারছেন না ভারতীয় দের এই তরুণ ক্রিকেটার। সেই পারফরম্যান্স দেখানোর উদ্দেশ্যেই চলছে জোরকদমে প্রস্তুতি। নেটে অনুসীলন শুরুর প্রথম দিন থেকেই বড় শট খেলার প্রস্তুতি সারছেন এই তারকা ক্রিকেটার। একই চিত্র দেখা গেল রোহিত শর্মার ক্ষেত্রেও।
First practice session for the Indian team at the M. Chinnaswamy Stadium. India takes on Netherlands on Nov 12. pic.twitter.com/pzNz4vaiEI
— Ashwin Achal (@AshwinAchal) November 8, 2023
বুধবার থেকেই নেদারল্যান্ডসের বধের প্রস্তুতি শুরু করেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। সেই ম্যাচে শুভমন গিল বড় রান করে সকলকে স্বস্তি দিতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেকে। অন্যদিকে এদগিন রোহিত শর্মা, শুভমন গিল, লোকেশ রাহুলরা প্রস্তুতিতে নামলেও বিরাট কোহলি কিন্তু এদিন ভারতীয় দলের সঙ্গে প্রস্তুতিতে আসেননি। হোটেলে বিশ্রামেই ছিলেন েই তারকা ক্রিকেটার।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় দল যে ধারেভারে এগিয়ে থেকেই নামছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত শুভমন গিল তাঁর বহু প্রতিক্ষীত সেঞ্চুরী পান কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
The post বেঙ্গালুরুতে প্রস্তুতি শুরু ভারতের, বড় রানের লক্ষ্যে শুভমন গিল appeared first on CricTracker Bengali.










