ব্যাটিংয়ের সময় হাত দিয়ে বল ধরেই আউট মুশফিকুর রহিম, ক্রিকেট দুনিয়ায় হৈচৈ

ডিসে. 6, 2023

Spread the love

Mushfiqur Rahim. ( Image Source: Fancode )

বিশ্বকাপের মঞ্চে অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করে সকলকে চমকে দিয়েছিলেন সাকিব অল হাসান। সেই ঘটনার এক মাসও হয়নি। এবার ক্রিকেটের আরপেক নিয়মের শিকার বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। হ্যান্ডেলড দ্য বল কিংবা অবস্ট্রাকশন অব ফিল্ডারের নিয়মে আউট হয়ে মাঠ ছাড়তে হল মুফিকুর রহিমকে। আর সেই ঘটনা নিয়েই এদিন কার্যত হৈচৈ বিশ্ব ক্রিকেট মহলে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে এমন আউটের নজির গড়লেন মুশফিকুর রহিম।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে নেমেছে বাংলাদেশ। প্রথম টেস্টে বিরাট ব্যবধানে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ১৫০ রানে জয় পেয়েছিল বাংলাদেশ ব্রিগেড। এই টেস্ট জিততে পারলেই সিরিজ জিতে রেকর্ড গড়বে বাংলাদেশ ব্রিগেড। কিন্তু সেখানেই মুশপিকুর রহিমের এই আউট সকলকে কার্যত হতবাক করে দিয়েছে। ব্যাটিংয়ের সময় হাত দিয়ে বল আটকেই যেন সবচেয়ে বড় বিপদটা ডেকে এনেছিলেন তিনি। ক্রিকেটের নিয়মে অবস্ট্রাকশন দ্য ফিল্ডারের নিয়মে আউট হতে হয় এই তারকা ক্রিকেটারকে।

৮৩ বলে ৩৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে্ছেন মুশফিকুর রহিম

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। সেখানেই কঠিন পরিস্থিতিতে দলের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিবেন মুশফিকুর রহিম। সেই পরিস্থিতিতেই প্রথম ইনিংসে ৪১ নম্বর ওভারে ঘটে সেই ঘটনা। মুশফিকুর রহিমের ব্যাটে বল লেগে মাটে পড়ে। সেই বল খানিকটা বাউন্স খেলেও তা উইকেটের কাছে যাওয়ারপ সম্ভাবনা ছিল না। কিন্তু সেই সময়ই হাত দিয়ে সেই বল আটকে দেন মুশফিকুর রহিম। সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেনি নিউ জিল্যান্ডের বোলাররা। সেই সময়ই আম্পায়ারের কাছে আপিল করেন তারা।

Mushfiqur Rahim given out on obstructing the field. pic.twitter.com/wtrAYV7MBo

— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 6, 2023

টিভি আম্পায়ার সমস্তকিছু পর্যবেক্ষণ করার পর শেষপর্যন্ত মুশফিকুর  রহিমকে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন। আর তাতে যে মুশফিকুর রহিম সহ গোচটা বাংলাদেশ ক্রিকেট দল হতবাক হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। আগে এই আউটকে বলা হত হ্যান্ডল্ড দ্য বল। এখন সেই আউটেরই নিয়ম বদলে হয়েছে অবস্ট্র্রাকশ দ্য ফিল্ডার। সেই নিয়মেই মাঠ ছাড়তে হয়েছে এই তারকা ক্রিকেটারকে।

এখনও পর্যন্ত বিশ্ব ক্রিকেটে মাত্র ১১ জন এমন আউটের শিকার হয়েছেন। সেখানে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসাবে এই আউটের শিকার হলেন মুশফিকুর রহিম। ৮৩ বল খেলে ৩৫ রান করেই সাজঘরে ফিরতে হয়েছে বাংলাদেশের এই তাকা ক্রিকেটারকে। এর আগে মাইকেল ভন, মহিন্দর অমরনাথরা এমন আউট হয়ে সাজঘরে ফিরতে দেখা গিয়েছে।

The post ব্যাটিংয়ের সময় হাত দিয়ে বল ধরেই আউট মুশফিকুর রহিম, ক্রিকেট দুনিয়ায় হৈচৈ appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador