South Africa ODI team. (Photo Source: Twitter)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েনটি সিরিজ চলাকালীনই দক্ষিণ আফ্রিকা সফরের জদল ঘোষণা করে দিয়েছিল ভারত। আগাী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত সিরিজ। তারই দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকাষ। টি টোয়েন্টি , টেস্ট ও ওডিআই সিরিজ খেলবে দুই দল। ভারতের বিরুদ্ধে তিন ফর্ম্াটেরইদল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। সেখানে টেসিট দলে তেম্বা বাভুমাকে অধিনায়কত্ব দেখা গেলেও, ওডিআই সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওডিআই স্কোয়াডে এডেন মার্করামকেই অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওডিআই বিশ্বকাপের মঞ্চে তেম্বা বাভুমার নেতৃত্বেই নেমেছিল দক্ষিণ আফ্রিকা শিবির। সেখানে দুরন্ত পারফরম্যান্স করলেও শেষরক্ষা করতে পারেনি তারাষ। সেমিফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়া কাছে হেরেই বিশ্বকাপ জয়ের সবপ্ন শেষ হয়েছিল তেম্বা বাভুমাদের। এবারের বিশ্বকাপের মঞ্চে দক্শষিণ আপ্রিকা দুরন্ত পারফরপম্যান্স দেখালেও, তেম্বা বাভুমা কিন্তু সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। বরং প্রতি ম্যাচেই ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে এই তারকা ক্রিকেটারকেষ তাঁর পারফরম্যান্স নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছে।
বিশ্বকাপের পর এঅই প্রথম সিরিজে নামছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধেই প্রথম সিরিজে নামবে প্রোটিয়া শিবির। সেখানেই ভারতীয় দলের বিরুদ্ধে টেস্ট, ওডিআই ও টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। টি টোয়েন্টিতে তেম্বা বাভুমা নেই। এবার ভারতের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডেও তেম্বা বাভুমাকে বিশ্রামরই সিদ্ধান্ত নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
টেস্ট স্কোয়াডঃ তেম্বা বাভুমা, ডেভিড বডিংঘ্যাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড গোয়েতজে, টনি দে জর্জি, ডিন এলগার, মার্কো য়্যানসেন, কেশভ মহারাজ, এডেন মার্করাম, উইয়ান মর্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসন, কাগিসো রাবাডা, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরাইন
ওডিআই স্কোয়াডঃ ওথিনেল বার্টম্যান, ডেভিড বডিংঘ্যাম, নান্দ্রে বার্গার, রিজা হেনড্রিকস, টনি দে জর্জি, হেনরিখ ক্লাসেন, মিলহালি মপনওঙা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, অ্যান্ডাইল ফেলেনকাও, তাবরেজ সামসি, রাসি ফান ডার ডুসেন, কাইল ভেরাইন, লিজাড উইলিয়ামস
ভারতের ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি তারা ঠিকই। কিন্তু সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। এবার ঘরের মাঠে ভারতের বিরুদেধে নামছে প্রোটিয়া বাহিনী। সেই জায়গা থেকেই শুরু হবে তাদের প্রস্তুতি। শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে তাদের জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা সেটাই দেখার।
The post ভারতের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের স্কোয়াড ঘোষণা দক্ষিণ আফ্রিকার, ওডিআইতে নেই তেম্বা বাভুমা appeared first on CricTracker Bengali.