Shaheen Shah Afridi. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)
সময় যত এগোচ্ছে ততই চড়ছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের উত্তেজনার পারদ। আর সেই উত্তেজনার আগুনেই ঘি ঢালার কাজটা করে দিল শাহিন আফ্রিদির বিরাট মন্তব্য। শনিবার আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে পাঁচটি উইকেট তুলে নেওয়ার লক্ষ্যে রয়েছেন এই তারকা ক্রিকেটার। ভারতের মাটিতে পা রাখার পর থেকে এখনও পর্যন্ত একটিও সেলফি তোলার আবদার মেটাননি তিনি। বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে সেই কারণই সকলের সামনে আনলেন তিনি। ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলেই সেলফি নিতে চান এই তারকা ক্রিকেটার।
পাকিস্তান শিবিরের অন্যতম সেরা কারকা যে তিনি তা বলার অপেক্ষা রাখে না। এবারের বিশ্বকাপেও শাহিন আফ্রিদি পাকিস্তান বোলিং লাইনআপের প্রধান শক্তি। কিন্তু প্রথম দুই ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি শাহিন আফ্রিদি। তাঁর পায়ে হাল্কা চোটও রয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত শাহিন আফ্রিদিকে তাঁর পুরনো ফর্মে পাওয়া যায়নি। এবার ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান। সেই ম্যাচে ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন খোদ শাহিন আফ্রিদি।
এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স করেছিলেন শাহিন আফ্রিদি
ভারতের বিরুদ্ধে নামার আগেই বড় মন্তব্য করলেন সেই পাক তারকা ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে কতগুলো উইকেট তিনি তুলতে চান সেই কথা আর সকলের গপন করে রাখলেন শাহিন আফ্রিদি। ভারতের বিরুদ্ধে শহিনের লক্ষ্য পাঁচ উইকেট। বরাবরই ভারতীয় দলের বিরুদ্ধে ভাল বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন শাহিন আফ্রিদি। এই ম্যাচেও যে তেমনই কিছু একটা করতে চান তিনি তা বলার অপেক্ষা রাখে না। তাঁর বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটাররা কেমন পারফরম্যান্স দেখান সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ম্যাচের আগে শাহিন আফ্রিদি জানিয়েছেন, “আমি অবশ্যই এখানে সকলের সঙ্গে সেলফি তুলব, কিন্তু সেটা হবে ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নেওয়ার পর”।
এখনও পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা সবচেয়ে বেশী সমস্যায় পড়েছে শাহিন আফ্রিদির বিরুদ্ধে। তাঁরে বারবারই সহজে সাজঘরে ফেরানোর রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই পাক তারকা ক্রিকেটার। এবারের বিশ্বকাপের মঞ্চেও যে তিনি সেই চেষ্টাই চালাবেন তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপের প্রথম ম্যাচেও পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে সবচেয়ে সফল বোলারের তকমা ছিল এই শাহিন আফ্রিদির গায়ে। এবারও সেই পারফরম্যান্সই তিনি ভারতের বিরুদ্ধে দেখাতে পারেন কিনা তারই অপেক্ষায় সকলে।
The post ভারতের বিরুদ্ধে ৫ উইকেটের লক্ষ্যে শাহিন আফ্রিদি appeared first on CricTracker Bengali.










