Ravi Shastri. (Photo Source: Twitter)
এবারের ওডিআই বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের বোলাররা। বিশ্বকাপের মঞ্চে সময় যত এগিয়েছে ততই ভারতীয় দলের বোলিং লাইনআপ ভয়ঙ্কর হয়ে উঠছে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানেও ভারতীয় দলের বোলাররা ছিলেন বিধ্বংসী মেজাজে। সেই পারফরম্যান্স দেখার পরই ভারতীয় দলের বোলিং পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাসের সুর শোনা গেল রবি শাস্ত্রীর গলা থেকে। তাঁর মতে এই মুহূর্তে গোটা বিশ্বের সবচেয়ে অল রাউন্ড বোলিং পারফরম্যান্স ভারতের রয়েছে।
শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকা, পরপর দুই ম্যাচেই ভারতীয় দলের বোলারর প্রতিপক্ষকে ১০০ রানের গন্ডী টপকাতে দেননি। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মতো দুর্ধর্ষ ব্যাটিং লাইনআপকে মাত্র ৮৩ রানেই সেষ করে দিয়েছিলেন মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজারা। এমন পারফরম্যান্স দেখার পর থেকে বিশ্বকাপের মঞ্চে ভারতের বোলিং লাইনআপকেই সকলে সেরা বলতে শুরু করেছেন। সেই সুরকেই এবার সুর মেলালেন রবি শাস্ত্রী। তিনি শুধুমাত্র বিশ্বকাপের মঞ্চে নয়, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে তাদের সেরা বোলিং লাইনআপ বলছেন।
বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকাকে ৮৩ রানে শেষ করে দিয়েছিল ভারত
মহম্মদ সামি ভারতীয় দলের প্রথম একাদশে ফেরার পর থেকেই ভারতের বোলিং যেন আরও বেশী ভয়ঙ্কর হয়ে উঠেছে। মাত্র চার ম্যাচ খেলেছেন মহম্মদ সামি, তুলে নিয়েছেন ১৬টি উইকেট। একইসঙ্গে উইকেট তুলে চলেছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেরা বোলিং পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন রবীন্দ্র জাদেজাও। প্রোটিয়াদের সেরা পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতীয় দলের জয়ের রাস্তা প্রশস্ত করে দিয়েছিলেন তিনি। আগামী ম্যাচ গুলোতেও তাঁণর এমন পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এই বোলিং পারফরম্যান্স নিয়ে রবি শাস্ত্রী জানিয়েছেন, “এটাই হল এই মুহূর্তে সেরা অল রাউন্ড বোলিং আক্রমন। শুধুমাত্র এই পরিস্থিতিতেই নয়। বিশ্ব ক্রিকেটের যেকোনও পরিস্থিতিতেই সেরা”। শুধুমাত্র রবি শাস্ত্রীই নন। বিশ্বকাপের শুরু থেকে এই একই কথা বলতে শোনা গিয়েছিল গৌতম গম্ভীরকেও। সেই কথাগুলো যে একেবারেই ভল নয়, তা মাঠে নেমেই বুঝিয়ে দিচ্ছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা।
শেষ ম্যাচে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। টেম্বা বাভুমা, হেনরিখ ক্লাসেন থেকে ডেভিড মিলারদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে মহম্মদ সামি তুলে নিয়েছিলেন জোড়া উইকেট। এই ম্যাচের শুরুতেই কুইন্টন ডিককে ফিরিয়ে ভারতীয় বোলারদের কাজটা সহজ করে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। ভারতের এই বোলিং লাইনআপ প্রতিপক্ষদের কাছে বিভীষিকার চেয়ে কম কিছু নয় তা বলাই বাহুল্য।
The post ভারতের বোলিং লাইনআপকে বিশ্বসেরা বলছেন রবি শাস্ত্রী appeared first on CricTracker Bengali.










