Ravindra Jadeja and Rohit Sharma. (Photo Source: Instagram)
১৯শে অক্টোবর, বৃহস্পতিবার, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ১৭ তম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচটি চলাকালীন একটি হাস্যকর মুহূর্ত দেখতে পাওয়া গেছে।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের ৩১ তম ওভারের একটি বল পয়েন্টের দিকে খেলে দেন মুশফিকুর রহিম। তিনি বলটি সেদিকে খেলে দিয়ে এক রান নেওয়ার জন্য এগিয়ে যান এবং সেটি সম্পূর্ণ করেন। তবে অপরদিকে রবীন্দ্র জাদেজার থ্রো এসে উইকেটে লাগে এবং বলটি কিছুটা দূরে চলে যায়। সেই সুযোগে আরও একটি রান নিয়ে ফেলেন রহিম এবং তৌহিদ হৃদয়।
এরপর উইকেটরক্ষক কেএল রাহুল এসে বলটি নন-স্ট্রাইকার এন্ডের দিকে ছোড়েন এবং সেটিও উইকেটে এসে লাগে। রহিম এবং হৃদয় আরও একটি রান নিতে সক্ষম হন। অর্থাৎ, ওভারথ্রোর কারণে এক রানের জায়গায় তিন রান পেয়ে যায় বাংলাদেশ।
ভারতের বিরুদ্ধে ২৫৬ রান করতে সক্ষম হল বাংলাদেশ
ভারতের বিরুদ্ধে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে একটি সম্মানজনক রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন লিটন দাস। তিনি ৮২ বল খেলে ৬৬ রান করতে সক্ষম হন। তার এই সুন্দর ইনিংসটিতে ছিল ৭টি চার। আরেক ওপেনার তানজিদ হাসানও ব্যাট হাতে দলের জন্য ভালো অবদান রাখেন। তিনি ৪৩ বলে ৫১ রান করেন। এই ইনিংসটিতে ছিল ৫টি চার এবং ৩টি ছয়।
এই ম্যাচে মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহও ভালো রান পেয়েছেন। রহিম ৪৬ বলে ৩৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১টি চার এবং ১টি ছয় মারতে সক্ষম হন। অন্যদিকে, মাহমুদউল্লাহ ৩৬ বলে ৪৬ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তার এই ইনিংসটিতে ছিল ৩টি চার এবং ৩টি ছয়। শেষমেশ ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রান করতে সক্ষম হয় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।
এই ম্যাচটিতে ভারতীয় দলের তিনজন বোলার ২টি করে উইকেট নিতে সক্ষম হন। তারা হলেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। কুলদীপ যাদব এবং শার্দুল ঠাকুর ১টি করে উইকেট নেন।
The post ভারত বনাম বাংলাদেশের ম্যাচ চলাকালীন দেখা গেল এক হাস্যকর মুহূর্ত, ওভারথ্রোর কারণে এক বলে হল তিন রান appeared first on CricTracker Bengali.










