মনোজ তিওয়ারির কেরিয়ারের সেরা তিন পারফরম্যান্স

আগস্ট 3, 2023

No tags for this post.
Spread the love

Manoj Tiwary. (Photo Source: Twitter)

বৃহস্পতিবারই সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলার তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি। ইনস্টাগ্রামে এক আবেগতাড়িত বার্তা দিয়েই ক্রিকেটের বাইশগজকতে বিদায় জানিয়েছেন তিনি। বাংলার হয়ে দীর্ঘদিন ক্রিকেটের বাইশগজে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছিলেন অএই তারকা ক্রিকেটার। প্রথম শ্রেনীর ক্রিকেটে মনোজ তিওয়ারির ঝুলিতে রয়েছে ২৯টি সেঞ্চুরী। দ্বিশতরান রয়েছে ৫টি এবম ত্রিশতরান করেছেন একবার। শুধু বাংলার হয়েই নয়, দেশের জার্সিতেও মনোজ তিওয়ারি খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ।

প্রথম শ্রেনীর ক্রিকেটে মনোজ তিওয়ারির ঝুলিতে রয়েছে ৯ হাজারেরও বেশী রান।  বহু সাফল্য পেলেও রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরা রেখেই ক্রিকেটকে বিদায় নিতে হল মনোজ তিওয়ারিকে। ক্রিকেটের কেরিয়ারে বহু চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছেন বাংলার এই তারকা ক্রিকেটার। দেসের জার্সিতে  ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল মনোজ তিওয়ারির।  যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেিই সিরিজ একেবারেই ভাল যায়নি বাংলার এই তারকা ক্রিকেটারের। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেই প্রথমবার মনোজ তিওয়ারির পারফরম্যান্স দেখা গিয়েছিল।

সেই ১৫ রান করেছিলেন মনোজ তিওয়ারি। কিন্তু সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেট তুলে নিয়েছিলেন মনোজ তিওয়ারি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ২০১১-১২ মরসুমে আন্তর্জাতিক কেরিয়ারের প্রতম সেঞ্চুরী করেছিলেন তিনি। এছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে মনোজ তিওয়ারির চার উইকেট নেওয়ার স্পেল এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। মনোজ তিওয়ারির কেরিয়ারের অন্যতম সেরা তিন পারফরম্যান্সই দেখে নেওয়া যাক।

১. আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরী

Manoj Tiwary. (Photo Source: Instagram)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাইয়ে সেই ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সুযোগ পেয়েছিলেন বাংলার মনোজ তিওয়ারিও। ম্যাচের শুরুতেই  ১ রানের মধ্যে ২ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই পরিস্থিতিতেই মাঠে এসেছিলেন মনোজ তিওয়ার। গৌতম গম্ভীরের সঙ্গে জুটি বেধে ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে যাওয়া শুরু করেছিলেন তিনি। ভারতের রান ।খন ৮৪, সেই সময় ফিরে যান গৌতম গম্ভীর। কার্যত একা হাতেই ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে গিয়েছিলেন বাংলার এই তারকা ক্রিকেটার।

সেই ম্যাচে ১৯৪ রনের অপরাজিত ইনিংস খেলেছিলেন মনোজ তিওয়ারি। তাঁর সেঞ্চুরী ইনিংসই ভারতীয় দলের জয়ের রাস্তাটা কার্যত তৈরি করে দিযেছিল। তিনি রিটায়ার হার্ট হয়ে মাঠ না ছাড়লে মনোজ তিওয়ারির ব্যাট থেকে আরও বড় রান সেদিন দেখাই যেত। ১২৬ বলে মনোজ তিওয়ারির ১০৪ রানের ইনিংস জুড়ে ছিল ১০টি চার এবং একটি ওভার বাউন্ডারি। সেদিনই আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের প্রথম সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন মনোজ তিওয়ারি।

২. শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছিলেন মনোজ তিওয়ারি

Manoj Tiwari. (Photo by Ashok Nath Dey/Hindustan Times via Getty Images)

২০১২ সালে শ্রীলঙ্কার বিরু্দ্ধে ভারতীয় শিবিরে সুযোগ পেয়েছিলেোন মনোজ তিওয়ারি। সেখানেও নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন বাংলার এই তারকা ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল। শ্রীলঙ্কার বড় রানের আশাটা কার্যত এই মনোজ তিওয়ারির দাপটের সামনেই শেষ হয়ে গিয়েছিল। সেই ম্যাচে বল হাতে মনোজ তিওয়ারি একাই চার উইকেট তুলে নিয়েছিলেন। ১০ ওবারে ৬১ রান দিয়ে মনোজ তিওয়ারি একাই তুলে নিয়েছিলেন চারটি উইকেট।

শ্রীলঙ্কার সেরা দুই ব্যাটারকে শুরুতেই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মনোজ তিওয়ারি। ২৮ রানে শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চন্ডীমলকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। এরপরই অ্যাঞ্জেলো ম্যাথুজকেও সেই একই রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন মনোজ তিওয়ারি। এছাড়া জীবন মেন্ডিস এবং থিসারা পেরেরাকেও তিনিই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন।

সেই ম্যাচে ব্যাট হাতেও রান পেয়েছিলেন মনোজ তিওয়ারি। শেষ মুহূর্তে ব্যাটিং করতে নেমেও ২১ রান করে্ছিলেন মনোজ তিওয়ারি। সেই ম্যাচ ছয় উইকেটে জিতে নিয়েছিল ভারতীয় দল।

৩. রঞ্জি ট্রফির মঞ্চে ৩০৩ রানের ইনিংস

Manoj Tiwary. (Photo Source: Twitter)

বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে বহু ভাল ইনিংস খেলেছেন মনোজ তিওয়ারি। তাঁর ঝুলিতে যেমন ছিল সেঞ্চুরী ইনিংস তেনই ছিল দ্বিশতরানের ঝলকও। কিন্তু ত্রিশতরান পাননি এই তারকা ক্রিকেটার। ২০২০ সালেই  প্রথম শ্রেনীর ক্রিকেটে কেরিয়ারের সর্বোচ্চ স্কোর পেয়েছিলেন মনোজ তিওয়ারি।  হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচেই মনোজ তিওয়ারির ব্যাটে এসেছিল প্রথম ত্রিশতরান। হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচে ৩০৩ রানের ইনিংস খেলে এক নতুন রেকর্ড গড়েছিলেন মনোজ তিওয়ারি।

হায়দরাবাদের বিরুদ্ধে সেই ম্যাচে ২২ রানের মধ্যেই ২ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলা। সেই সময়ই মাঠে আসেন বঙ্গ ব্রিগেডের  সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মনোজ তিওয়ারি। তাঁর হাত ধরেই বাংলারও ঘুরে দাঁড়ানোর কাজটা শুরু হয়েছিল। হায়দরাবাদের বোলারদের বিরুদ্ধে মনোজ তিওয়ারির সেই দাপুটে ইনিংস বাংলা দলের জয়ের রাস্তাটাও পাকা করে দিয়েছিল।

৩০৩ রানের ইনিংস খেলে রেকর্ডের খাতায় নাম তুলেছিলেন বাংলার মনোজ তিওয়ারি। মনোজ তিওয়ারির ৩০৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৩০টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারি দিয়ে। সেই ইনিংসের সৌজন্যেই যে বাংলা ইনিংস ও ৩০৩ রানে জিতে নিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

The post মনোজ তিওয়ারির কেরিয়ারের সেরা তিন পারফরম্যান্স appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8