Abdullah Shafique and Mohammad Rizwan. (Photo Source: Twitter)
সদ্য শেষ হয়েছে বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। উত্তেজনার পারদ চড়লেও শেষরক্ষা করতে রপারেনি পাকিস্তান। সেই ম্যাচে ভারতের কাছে বিশ্রীভাবে হারতে হয়েছে পাক বাহিনীকে। সেই ম্যাচের পরই এবার নতুন বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে এবার আইসিসির কাছে অভিযোগ করলেন ভারতীয় আইজজীবি। বিশেষ করে ম্যাচের মাঝে মহম্মদ রিজওয়ানের মাঠে নমাজ পরার ঘটনা নিয়েই এবার আইসিসির কাছে অভিযোগ দায়ের করলেন এই ভারতীয় আইনজীবি।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচেও মহম্মদ রিজওয়ানকে দেখা গিয়েছিল মাঠে বসে নমাজ পরতে। তেমনই ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠে নমাজ পড়তে দেখা গিয়েছিল। আর সেই ঘটনাই স্পোর্টস ম্যান স্পিরিটের বিরুদ্ধাচারণ বলেই মনে করছেন ভারতের েই আইনজীবি। মাঠের ভিতরে এমন ঘটনার জন্যই এূবার সরাসরি আইসিসির কাছে অভিযোগ করলেন এই ভারতীয় আইনবজীবি। খেলার মাঠে কোনওরতম ধর্মীয় আচার আচরণ না করা উচিত্ বলেই মনে করছেন সেই আইনজীবি। তাঁর মতে এটা নাকি স্পোর্টনম্যান স্পিরিটের বিরুদ্ধাচারণ হচ্ছে।
ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে ৪৯ রানে সাজঘরে ফিরেছিলেন মহম্মদ রিজওয়ান
এবারের ওডিআই বিশ্বকাপ চলাকালীন ইতিমধ্যেই একবার বিতর্কে জড়িয়েছেন মহম্মদ রিজওয়ান। কয়েকদিন আগেই পাকিস্তানের জয়ের পর সেই জয়কে প্যালেস্তাইন ও গাজায় যুদ্ধবিধ্বস্তদের উত্সর্গ করেছিলেন এই তারকা ক্রিকোটার। সোশ্যাল মিডিয়াতেই সেই বার্তা দিয়েছিলেন তিনি। তা নিয়ে নানান আলোচনা হলেও আইসিসি অবশ্য সেই ব্যাপারের মধ্যে একেবারেই প্রবেশ করেনি। কারো ব্য।ক্তি গত ক্ষেত্রে এবং ংমাঠের বািরের ঘটনায় প্রবেশ করতে নারাজ আইসিসি। কিন্তু এই ঘটনা মাঠের ভিতরেই হয়েছে। ম্যাচ চলাকালীনই মাঠে নমাজ পড়েছিলেন মহম্মদ রিজওয়ান।
keeping the spirit of sports alive, Advocate Vineet Jindal filed complaint against Mohammed Rizwan, Wicket keeper and batsman of the Pakistan Cricket team for offering “namaz” during Cricket match on 6th Oct’2023 with International Cricket Council.
Copy of the complaint also… pic.twitter.com/pugqIjHgev
— Adv.Vineet Jindal (@vineetJindal19) October 14, 2023
সেই থবি গদেখার পরই আইসিসির দ্বারস্থ হয়েছেন ভারতের এই আইনজীবি। তাঁর মতে খেলার মাঠে এই ঘটনা স্পোর্টস স্পিরিটের একেবারেই উল্টো কাজ হয়েছে। সেই কথা জানিয়েই এবার াইসিসিকে চিঠি দিয়েছেন তিনি। যদিও আইসিসি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনওরকম সিদ্ধান্ত নেয় কিনা তা তো সময়ই বলবে। এখনও পর্যন্ত আইসিসির তরফে এই প্রসঙ্গ নিয়ে কোনও কিছুই জানা যায়নি।
এবারের বিশ্বকাপে শুরুটা জয় দিয়ে করলেও ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। সেখানেই চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন মহম্মদ রিজওয়ান থেকে বাবর আজমরা। সেই নিয়েই চলছে জোর সমালোচনা। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post মহম্মদ রিজওয়ানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ ভারতীয় আইনজীবির appeared first on CricTracker Bengali.










