মহম্মদ সামিকে প্রশংসায় ভরিয়ে দিলেন ইউসুফ পাঠান

অক্টো. 30, 2023

Spread the love

Mohammed Shami. ( Image Source: BCCI )

ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জয়ের পরই এবারের সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল। এবারের বিশ্বকাপে প্রথম দল হিসাবে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল টিম ইন্ডিয়া। শেষ দুই ম্যাচেই ভারতীয়. দেলর বোলিং লাইনআপের সদস্য ছিলেন মহম্মদ সামি। দুই ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে কম রান নিয়ে বড়তে নামলেও, কার্যত মহম্মদ সামির হাত ধরেই জয় তুলে নিতে সক্ষম হয়েছে ভারতীয় দল। এমন পারফরম্যান্স দেখার পরই মহম্মদ সামিকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।

এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথম চার ম্যাচে মহম্মদ সামিকে না রেখেই ভারতীয় দলের প্রথম একাদশ সাজানো হয়েছিল। যদিও সেই ম্যাচ গুলোতে ভারতের জয় পেতে খুব একটা বেশী সঅসুবিধা হয়নি। কিন্তু হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ার পরই ভারতের প্রথম একাদশে ফিরেছিলেন মহম্মদ সামি। সুযোগের সদ্ব্যাবহার করতে এতটুকুও দ্বিধা করেননি এই তারকা ক্রিকেটার। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমে তাঁর শিকার ছিল চার উইকেট।

চলতি বিশ্বকাপের মঞ্চে ২ ম্যাচ খেলে ৯ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি

বিশ্বকাপের মঞ্চে দুই ম্যাচ খেলে একাই ৯ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি। এমন পারফরম্যান্স দেখার পর খেকে তাঁর প্রশংসাতেই সকলে। সেমি তালিকায় নাম তুলেছেন এবার ইউসুফ পাঠানও। মহম্মদ সামির এমন পারফরম্যান্স দেখে কার্যত আপ্লুত হয়েছেন এই তারকা ক্রিকেটার। এই পারফরম্যান্সের ধারা মহম্মদ সামি ধরে রাখতে পারলে য়ে ভারতের যে কোনও প্রতিপক্ষের সামনেই তিনি কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবেন তা বলার অপেক্ষা রাখে না।

9 wickets in 2 World Cup games! Phenomenal performance by Mohammad Shami, our bowling attack looks rock solid #India pic.twitter.com/SeFNKYs2ec

— Yusuf Pathan (@iamyusufpathan) October 29, 2023

মগহম্মদ সামির এমন পারফরম্যান্স দেখে ইউসুফ পাঠান টুইট করে জানিয়েছেন, “বিশ্বকাপের দুটো ম্যাচ মিলিয়ে ৯ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি্। অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করছেন মহম্মদ সামি। এবারের বিশ্বকাপের মঞ্চে আমাদের বোলিং লাইনআপ অন্যতম শক্তিশালী হয়ে উঠেছে”।

ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মহম্মদ সামি। তাঁর দুরন্ত বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি ব্রিটিশ শিবিরের তারকা ব্যাটাররা। জনি বেয়ারস্টো থেকে বেন স্টোকস, মোঈন আবলিদের মতো ক্রিকেটারদের বেশীক্ষণ ক্রিজে থাকার কোনও সুযোগই দেননি তিনি। সেইসঙ্গে দুটো মেডেন ওভার দিয়েছেন এই তারকা পেসার। ৭ ওভার বোলিং করে ২২ রান দিয়ে মহম্মদ সামি একাই তুলে নিয়েছিলেন এদিন ৪ উইকেট। এই পারফরম্যান্সের ধারা পরর ম্যাচেও তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

The post মহম্মদ সামিকে প্রশংসায় ভরিয়ে দিলেন ইউসুফ পাঠান appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador