Mohammed Shami. ( Photo Source: Twitter )
ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সামি। এরপর থেকেই গোচটা দেশ জুড়ে মহম্মদ সামিকে নিয়ে উচ্ছ্বাস। সেই ছবিই এবার ধরা পড়ল উত্তরপ্রদেশে মহম্মদ সামির ফার্ম হাউসে। ভক্তদের সামাল দিতে শেষপর্যন্ত মহম্মদ সামির বাড়িতে নিরাপত্তা বাড়াতে হল প্রশাসনকে। প্রিয় তারকার সঙ্গে শুধুমাত্র একটি সেলফি তোলার আবদারে মহম্দ সামির সামির উত্তরপ্রদেশে ফার্ম হাউসে ভক্তের ঢল নেমেছে। সেই পরিস্থিতি সামাল দিতেই বাড়াতে হল এবার নিরাপত্তা। এই ছবি যে সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরালস হয়ে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার প্রস্তুতি চালাচ্ছেন মহম্মদ সামি। যদিও তিনি শেষপর্যন্ত সেখানে খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত একটা জল্পনা চলছে। কারণ চোট রয়েছে মহম্দ সামি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেসিট সিরিজে নামার আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারলেই ছাড়পত্র পাবেন মহম্মদ সামি। তার মাঝেই সামির বাড়িতে ভক্তদের ঢল। আবদার একটাই তাঁর সঙ্গে সেলফি তুলতে চান মহম্মদ সামির অগুন্তী ভক্ত। আর তাতেই শেষপর্যন্ত বাড়াতে নিরাপত্তা।
এবারের বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি
মহম্মদ সামিকে টেস্ট দলে রাখা হলেও, সেখানে তাঁর নামের পাশে রয়েছে স্টার মার্ক। তার মানে এটাই যে ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারলে তবেই তিনি ভারতীয় জদলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার সুযোগ পাবেন। শেষপর্যন্ত সেকানে মহম্মদ সামি ফিটনেস টেস্টে পাশ করতে পারেন কিনা সেতা সময়ই বলবে। শোনাযাচ্ছে কয়েকদিন আগেই মুম্বইয়ে একজন স্পোক্টস অর্থোপেডিকের সঙ্গে দেখা করেছিলেন মহম্মদ সামি। তাঁর থেকেই পরামর্শ নিয়েছিলেন সামি।
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে তিনি খেলেছেন মাত্র ৭টি ম্যাচ। সেই সাত ম্যাচেই প্রতিপক্ষ শিবিরের ব্যাটারদের কার্যত নাস্তানাবুদ করেছিলেন মহম্মদ সামি। প্রতি ম্যাচেই তাঁর ঝুলিতে এসেছে একের পর এক উইকেট। সাত ম্যাচ খেলে এবার বিশব্কাপের ২৪টি উইকেট তুলে নিয়েছিলন মহম্মদ সামি। যার মধ্যে দুটো ম্যাচে পাঁচটি করে উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন মহম্মদ সামি। তাঁর এই পারফরম্যান্স মুগ্ধ করেছে পরশ মম্বরে। সেইসঙ্গে মহম্মদ সামির সঠিক জায়গায় বোলিং করার দক্ষতাও আপ্লুত করছে ভারতীয় দলের বোলিং কোচ সহ সকলে।
এবার সেই মহম্মদ সামিই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। যদিও কয়েকদিন আগেই মহম্মদ সামির দ্রুত সেরে ওঠা নিয়ে ইঙ্গিত দিয়েছেন জয় শাহ। তাতেই খানিকটা আশাবাদী সকলে।
The post মহম্মদ সামির সঙ্গে সেলফি তোলার আবদারে ঢল নেমেছে ভক্তদের, বাড়ানো হল নিরাপত্তা appeared first on CricTracker Bengali.










