Temba Bavuma. (Photo by Francois Nel/Getty Images)
বক্সিং ডে টেস্টে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে চড়েছে। ২৬ ডিসেম্বল দক্ষিণ আফ্রিকার বিরু্দ্ধে নামতে চলেছে ভারতীয় দল। প্রোটিয়াদের বিরুদ্ধে এই সিরিজে অবশ্য ভারতীয় দলে নেই মহম্মদ সামির মতো তারকা পেসার। বিশ্বকাপে দুর্ধর্ষ বোলিং করলেও, দক্ষিণ আফ্রিকার পিচে তাঁকে ছা়ড়াই নামতে হবে টিম ইন্ডিয়া। সকলে যখন এই পরিস্থিতি নিয়ে নানান কথাবার্তা বলছেন। তখনই মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর মতে মহম্মদ সামি না খেললেও, ভারতীয় দলের বোলিং লাইনআপকে দুর্বল ভাবার কোনও কারণই নেই।
মহম্মদ সামি থাকলে যে ভারতীয় দলের আত্মবিশ্বাস আরও খানিকটা বেড়ে যেত তা বলার অপেক্ষা রাখে না। তবে চোট সারিয়ে পুরোপুরি সুস্থ না হওয়ার জন্য তাঁকে বিশ্রামেরই সিদ্ধান্ত নিয়েছেন। এই খবরটা অবশ্য দক্ষিণ আফ্রিকা শিবিরের কাছে যে স্বস্তির তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতি প্রসঙ্গেই টেম্বা বাভুমা অবশ্য অন্য কথাই জানিয়েছেন। মহম্মদ সামির অনুপস্থিতিতে ভারতীয় দলের বোলিং লাইনআপ যে দুর্বল, সেই কথা মানতে একেবারেই নারাজ প্রোটিয়া শিবিরের অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই ছিটকে গিয়েছেন মহম্মদ সামি
টেম্বা বাভুমার মতে ভারতীয় দলের বোলিং লাইনআপের গভীরতা অনেকটাই বেশী। অর্থাত্ সরাসরি না বললেও দক্ষিণ আফ্রিকা শিবিরের অধিনায়ক যে ভারতীয় দলের বোলিং লাইনআপকে বেশ সমীহ করছেন তা বলাই বাহুল্য। এই মুহূর্তে ভারতীয় শিবিরে রয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের মতো দুই তারকা পেসার। প্রোটিয়া ব্যাটারদের যে তারাও চূড়ানাত পরীক্ষার সামনে ফেলবেন তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে ভারতীয় দলের স্পিন আক্রমণও এই মুহূর্তে বেশ শক্তিশালী। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
এই প্রসঙ্গে টেম্বা বাভুমা ম্যাচের আগের দিন জানিয়েছেন, “একজন ক্রিকেটার হিসাবে আপনি সবসময়ই সেরাদের বিরুদ্ধে খেলতে চাইবেন। সেখানেই মহম্মদ সামি হলেন একজন সেরা ক্রিকেটার। আমাদের মতো অনেকেই তাঁর মতো সেরা ক্রিকেটারের বিরুদ্ধে নামতে চাইবে। কিন্তু ভারত সবসময়ই ভারত। তাদের দলের গভীরতা এতই বেশী যে, এটা বিশ্বাস করতেই হবে যে তাদের দলে যেই আসুক না কেন সেই প্রতিপক্ষ ক্রিকেটারদের চাপে ফেলে দিতে পারবে”।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ সামি। মাত্র সাত ইনিংস খেলেই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছিলেন তিনি। সেই সামি এবার নেই ঠিকই, কিন্তু ভারতীয় দলে রয়েছেন জসপ্রীত বুমরাহ, এবং মহম্মদ সিরাজের মতো তারকা ক্রিকেটাররা। তারাই যে প্রোটিয়াদের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন, মেনে নিচ্ছেন টেম্বা বাভুমা।
The post মহম্মদ সামি না থাকলেও ভারতীয় বোলিংকে সমীহ করছেন টেম্বা বাভুমা appeared first on CricTracker Bengali.










