Smriti Mandhana. (Photo Source: Twitter)
ভারতের মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক এবং সাউদার্ন ব্রেভের ব্যাটার স্মৃতি মান্ধানা প্ৰথম ব্যাটার হিসেবে মহিলাদের হান্ড্রেডে ৫০০ রান সম্পূর্ণ করেছেন। এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার লিগের পঞ্চম ম্যাচে ওয়েলশ ফায়ারের বিরুদ্ধে মাইলফলকটি স্পর্শ করেন।
দ্য হান্ড্রেড ২০২৩-এ এখনও পর্যন্ত দুটি অর্ধশতরান করেছেন স্মৃতি মান্ধানা। তিনি ট্রেন্ট রকেটস এবং ওয়েলশ ফায়ারের বিরুদ্ধে যথাক্রমে ৩৬ বলে ৫৫ রান এবং ৪২ বলে অপরাজিত ৭০ রান করেছিলেন। স্মৃতি মান্ধানা দ্য হান্ড্রেডে নিজের প্ৰথম মরসুমে ৭টি ম্যাচ খেলে ১৬৭ রান করেছিলেন। এরপর দ্য হান্ড্রেড ২০২২-এ তিনি ৮টি ম্যাচ খেলে ২১১ রান করতে সক্ষম হয়েছিলেন।
এই মরসুমে তিনি এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলেছেন এবং ১২৫ রান করেছেন। তিনি এই মুহূর্তে দ্য হান্ড্রেড ২০২৩-এর সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার। তার সতীর্থ ড্যানিয়েল ওয়াট ২টি ম্যাচ খেলে ৪৭.০০ গড়ে ৯৪ রান করেছেন। তিনি এই মরসুমের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত ১টি অর্ধশতরান করেছেন।
স্মৃতি মান্ধানা এবং ড্যানিয়েল ওয়াটের দুর্দান্ত দুটি ইনিংস শেষমেশ জয় এনে দিতে পারল না সাউদার্ন ব্রেভকে
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল সাউদার্ন ব্রেভ। ওয়েলশ ফায়ারের দুই ওপেনার ট্যামি বিউমন্ট এবং হেইলি ম্যাথিউস যথাক্রমে ১৭ বলে ২৬ রান এবং ৩৮ বলে ৬৫ রান করেন। বিউমন্টের ইনিংসে ছিল ৩টি চার এবং ১টি ছয়। অন্যদিকে, হেইলির দুর্দান্ত ইনিংসটিতে ছিল ১৩টি চার। লরা হ্যারিস ২টি চার এবং ২টি ছয় সহ ৭ বলে ২০ রান করেন। সারাহ ব্রাইস এবং জর্জিয়া এলউইস যথাক্রমে ১৯ বলে ২১ রান এবং ২০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান করে ওয়েলশ ফায়ার।
সাউদার্ন ব্রেভ রান তাড়া করতে নেমে শুরুটা অসাধারণভাবে করেছিল। দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং ড্যানিয়েল ওয়াট মিলে ৯৬ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেছিলেন। ওয়াট ১০টি চার এবং ২টি ছয় সহ ৩৭ বলে ৬৭ রান করে আউট হন। এর পরবর্তী ব্যাটারদের মধ্যে কেউই খুব বেশি রান করতে পারেননি। সাউদার্ন ব্রেভ ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান করতে সক্ষম হয়। এই ম্যাচটি ৪ রানে জিতে নেয় ওয়েলশ ফায়ার।
The post মহিলাদের হান্ড্রেডে প্ৰথম ব্যাটার হিসেবে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন স্মৃতি মান্ধানা appeared first on CricTracker Bengali.