মহেন্দ্র সিং ধোনিকে তার ৪২তম জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন রবীন্দ্র জাদেজা

জুলাই 7, 2023

Spread the love

MS Dhoni and Ravindra Jadeja. (Photo Source: IPL/BCCI)

অধিনায়ক হিসেবে ভারতকে সবথেকে বেশি আইসিসি ট্রফি জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের ক্রিকেটে তার অবদান অসামান্য। তার নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি সরে দাঁড়ালেও তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। আমরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ম্যাচের সময় তা টের পাই।

৭ই জুলাই, শুক্রবার হল এমএস ধোনির জন্মদিন। ভারতের সবথেকে সফল অধিনায়ক ৪২-এ পা দিয়েছেন। প্রচুর মানুষ তাকে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন। তার সিএসকে দলের সতীর্থ রবীন্দ্র জাদেজা জন্মদিনের দিন তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন।

রবীন্দ্র জাদেজা টুইট করে বলেন, “২০০৯ থেকে আজ পর্যন্ত এবং চিরতরে তিনি হলেন আমার কাছের মানুষ। মাহি ভাই আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শীঘ্রই হলুদে (জার্সিতে) দেখা হবে।”

My go to man since 2009 to till date and forever. Wishing you a very happy birthday mahi bhai.🎂see u soon in yellow💛 #respect pic.twitter.com/xuHcb0x4lS

— Ravindrasinh jadeja (@imjadeja) July 7, 2023

এই অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার আইপিএল ২০২৩-এর ফাইনালে শেষ ২ বলে ১০ রান করে সিএসকে-কে পঞ্চমবারের জন্য ট্রফি জিততে সাহায্য করেছিলেন। বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) পাশাপাশি চেন্নাই সুপার কিংসও হল আইপিএলের সবথেকে সফল দল।

আইপিএল ২০২৩-এর ফাইনালে রুদ্ধশ্বাস জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস

আইপিএলের ১৬ তম সংস্করণের ফাইনালে এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস এবং হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স (জিটি) একে অপরের মুখোমুখি হয়েছিল। প্রথম দিন বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটি শুরু করা সম্ভব হয়নি। এই মরসুমেই প্রথমবারের জন্য খেলা রিজার্ভ ডে-তে হয়েছিল।

আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সিএসকের অধিনায়ক এমএস ধোনি। গুজরাট টাইটান্সকে কোয়ালিফায়ার ১-এ হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল সিএসকে। জিটি কোয়ালিফায়ার ২-তে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল।

জিটি প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান তুলেছিল। সাই সুদর্শন ৮টি চার এবং ৬টি ছয় সহ ৪৭ বলে ৯৬ রান করেছিলেন। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে ওভার এবং লক্ষ্য কমে গিয়েছিল। সিএসকে ১৫ ওভারে ৫ উইকেটে ১৭১ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। ম্যাচ শেষ হওয়ার পর রবীন্দ্র জাদেজা এমএস ধোনিকে জড়িয়ে ধরেছিলেন। এটিকে আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা একটি মুহূর্ত বলা যেতে পারে।

The post মহেন্দ্র সিং ধোনিকে তার ৪২তম জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন রবীন্দ্র জাদেজা appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador