Jasprit Bumrah. (Photo Source: Twitter)
পরপর দুই ম্যাচ জিতে এবার ভারতের সামনে মিশন পাকিস্তান। আগামী শনিবার ভারত বনাম পাকিস্তান ্মযাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। বিশ্বকাপের মঞ্চে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে টানা সাতবার হারলেও, এবার বিশ্বকাপে ভারতের কাছে হারের সেই পরিসংখ্যান বদলাতে চায় পাকিস্তান। সেই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় দলের তারকা ক্রিকোটার জসপ্রীত বুমরাহ। এবার তাঁর ঘরের মাঠে নামছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে নামার আগে মায়ের আশীর্বাদ নিয়েই মাঠে নামতে চান জসপ্রীত বুমরাহ।
শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। আফগানদের বিরুদ্ধে ব্যাট হাতে সকলে যেমন রোহিত শর্মার ঝড় দেখেছেন। তেমনই এই ম্যাচেই জসপ্রীত বুমরার সামনেও সেভাবে দাঁড়াতে পারেননি আফগান ব্যাটাররা। জসপ্রীত বুমরাহ একাই এদিন ম্যাচে চার উইকেট তুলে নিয়েছিলেন। এবার পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানে সাফল্য পেতে যে এই ভারতীয় তারকা ক্রিকেটার মুখিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই মঞ্চে নামার আগেই মায়ের আশীর্বাদ নেবেন জসপ্রীত বুমরাহ।
আফগানিস্তানের বিরুদ্ধে চার উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ
ঘরের মাঠে এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামছেন জসপ্রীত বুমরাহ। আহমেদাহবাদের এই স্টেডিয়াম যে তাঁর কাছে চেনা তা বলার অপেক্ষা রাখে না। বহু ভাল পারফরম্যান্স রয়েছে জসপ্রীত বুমরার। সেখানেই এবার বিশ্বকাপের মঞ্চে নামছেন তিনি। এই আবেগটা যে সম্পূর্ণ তা বলই বাহুল্য। পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত জসপ্রীত বুমরার পারফরম্যান্সের গ্রাফ ওপরের দিকে নয়। এবার সেই দিকেই বিশেষ নজর রয়েছে এই তারকা ক্রিকেটারের। খেলার জন্য বেশ কয়েকদিন মায়ের সঙ্গে সাক্ষাত হয়নি ভারতীয় দলের তারকা ক্রিকেটারের। পাকিস্তানের বিরুদ্ধে এমন ম্যাচে নামার আগে মায়ের সঙ্গেই সবার আগে দেখা করতে চান তিনি।
ম্যাচে নামার আগে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, “বেশ কয়েকদিন ধরেই আমি দূরে রয়েছি। ঘরে ফিরে মায়ের সঙ্গেই দেখা করতে পারাটাই আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে। আমি আহমেদাবাদে পৌঁছেই তাঁর সঙ্গে দেখা করতে যাব। আমার কাছে এটাই এখন প্রধান কাজ”।
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চে বিরাট জয় পেয়েছিল ভারতীয় দল। সেই ধারা যে এই বিশ্বকাপের মঞ্চেও তারা ধরে রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। ঘরের মাঠে জসপ্রীত বুমরা ভারতীয় দলের জয়ের অন্যতম প্রধান কারিগড় হয়ে উঠতে পারেন কিনা সেটাই দেখার।
The post মায়ের আশীর্বাদ নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে নামতে চান জসপ্রীত বুমরাহ appeared first on CricTracker Bengali.










