“মা এবং বাবা আক্ষরিক অর্থেই কাদঁছিলেন” – ভারতীয় দলে ডাক পাওয়ার পর নিজের মা-বাবার প্রতিক্রিয়ার কথা জানালেন তিলক ভার্মা

জুলাই 7, 2023

No tags for this post.
Spread the love

Tilak Varma. (Image Source: IPL/BCCI)

নিজের প্ৰথম দুটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মরসুমে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করার মাধ্যমে ভারতীয় দলে ডাক পেয়েছেন তিলক ভার্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে তাকে সুযোগ দেওয়া হয়েছে।

আইপিএলের ১৬ তম সংস্করণে তিলক ভার্মা খুব ভালো ব্যাটিংয়ের প্রদর্শন করেছিলেন। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) হয়ে তিনি ১১টি ম্যাচ খেলেছিলেন এবং ৩৪৩ রান করেছিলেন। তিনি এই রান ৪২.৮৮ গড় এবং ১৬৪.১১ স্ট্রাইক রেটে বানিয়েছিলেন। তার সর্বোচ্চ রান ছিল ৮৪*।

ভারতীয় দলে ডাক পাওয়ার পর নিজের মা, বাবা এবং কোচের প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন তিলক ভার্মা। তার মা এবং বাবার চোখে জল চলে এসেছিল বলে জানিয়েছেন তিনি।

তিলক ভার্মার বক্তব্যকে হিন্দুস্তান টাইমস উদ্ধৃত করেছে, “গতকাল আমার মা এবং বাবা আক্ষরিক অর্থেই কাঁদছিলেন। আমি তাদের একটি ভিডিও কল করেছিলাম এবং তারা খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আমার কোচেরও (সালাম বায়াশ) একই প্রতিক্রিয়া ছিল। তিনিও খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।”

তিনি আরও বলেন, “আমি সবসময় যে কোনো পরিস্থিতিতে নিজেকে সমর্থন করার চেষ্টা করব। আমি আমার মানসিকতা পরিষ্কার করার চেষ্টা করি কারণ কায়রণ পোলার্ড ছিলেন প্রধান ব্যক্তি যিনি সেই পরিস্থিতিতে আমাদের জন্য কাজটি করতেন (ডেথ ওভার)। তিনি সবসময় আমাকে শান্ত থাকতে বলেন এবং পরের বলের দিকে মনোযোগ দিতে বলেন। আমি মাঠে প্রবেশ করার পর সবসময়ই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি এবং এর জন্য আমি ফলাফলও পেয়েছি।”

আইপিএলের ইতিহাসে অভিষেক মরসুমে আনক্যাপড খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ রান করার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিলক ভার্মা

আইপিএল ২০২২-এও তিলক ভার্মার পারফরম্যান্স খুবই ভালো ছিল। সেই মরসুমে তিনি ১৪টি ম্যাচ খেলে ৩৯৭ রান করেছিলেন এবং তার সর্বোচ্চ রান ছিল ৬১। তার গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ৩৬.০৯ এবং ১৩১.০২।

তিলক ভার্মার আগে রয়েছেন শ্রেয়াস আইয়ার এবং দেবদত্ত পাড়িক্কল। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন পাড়িক্কল। তিনি আইপিএল ২০২০-তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে ১৫টি ম্যাচ খেলে ৪৭৩ রান করেছিলেন। তার পরেই রয়েছেন শ্রেয়াস। তিনি আইপিএল ২০১৫-তে দিল্লি ক্যাপিটালসের (ডিসি) হয়ে ১৪টি ম্যাচ খেলে ৪৩৯ রান করেছিলেন।

The post “মা এবং বাবা আক্ষরিক অর্থেই কাদঁছিলেন” – ভারতীয় দলে ডাক পাওয়ার পর নিজের মা-বাবার প্রতিক্রিয়ার কথা জানালেন তিলক ভার্মা appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8